12/03/2024
দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো দেখি এবং আপনারাই বলুন এটা কি আসলেই সমাধান কিনা??
1) ভারত বা অন্য দেশ হতে পেঁয়াজ, ছোলা, ডাল, চিনি আমদানি। যা সারাদেশের চাহিদার তুলনায় অপর্যাপ্ত।
2) বাণিজ্য মন্ত্রণালয় এর দায়িত্ত্ব এবং কর্তব্য দ্রব্যমূল্যের দাম নির্ধারণ এবং মন্ত্রীর বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ , বাজার জরিপ কিংবা বাজারজাতকরণ নীতিমালায় পরিবর্তন নেই।
3) নামকাওয়াস্তে অভিযান চালানো এবং মনিটরিং সেল গঠন যার কার্যক্রম দেখা যায় না।
এবার আসুন সমাধান কি:
1) কোন প্রাইভেট প্রতিষ্ঠান শস্য জাতীয় খাদ্যের বাজারজাতকরণ, বিপণন এবং ক্রয় আগামী 10 বছর করতে পারবে না এটা শুধু সরকারি হবে অর্থাৎ শুধু সরকার জাতীয়করণ করে চালাবে। সরকার ছাড়া নায্যমূল্য কেউ দিবে না আর নেবে না। উদাহরণ : ইরান।
2) সরাসরি উৎপাদককে বাজারে নিয়া আসা সমবায় সমিতির মাধ্যমে যেটা এলাকা ভিত্তিক বাধ্যতামূলক হবে এবং সমবায় ছাড়া কেউ পণ্য বিক্রয় করতে পারবে না। এবং সমবায় সমিতি সরকারের নির্ধারিত এজেন্ট অথবা সরাসরি মার্কেট এ আনবে তদারকি করবে স্থানীয় ঘুমিয়ে থাকা সরকারের জাতীয় সমবায় সংস্থা বা মন্ত্রণালয়।( বিনা কর্মে বেতন নেয়ার দিন শেষ করা দরকার)
3) প্রাইভেট সংস্থাগুলোর সাথে আতাত বন্ধ এই যেমন চিনির দাম বাড়ানোর পক্রিয়ায় নামকরা একটি অর্গানাইজেশন আগুন দেয় আর তার পরের দিন সরকারের নতুন মূল্য নির্ধারন।
4) আসল এবং লাস্ট কথা হল ভাঁওতা বাজি বন্ধ করে দাম কমানোর ইচ্ছা নিয়া মাঠে নামা শুধু মন্ত্রণালয়ে বসে ফাঁকা বুলো আওড়ানো কি পাবলিক বুঝে না!
আপনাদের জানানোর কিছু থাকলে বলতে পারেন । এটা আমার পার্সোনাল মতামত।