দ্বীনের অর্ধেক সাথী

দ্বীনের অর্ধেক সাথী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দ্বীনের অর্ধেক সাথী, Wedding planning service, Dhaka.

এই পেজটি ইসলামিক শরিয়া মোতাবেক জেলা উপজেলা ভিত্তিক দ্বীনদার জীবনসঙ্গী খোঁজার সহজ মাধ্যম ও সুখী সুন্দর বিবাহ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করা 'দ্বীনের অর্ধেক সাথীর' লক্ষ্য ও উদ্দেশ্য।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। #দ্বীনেরঅর্ধেকসাথী
17/06/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
#দ্বীনেরঅর্ধেকসাথী

ঈদুল আযহার নামাজের নিয়মকুরবানির ঈদ ২০২৪ এর ঈদুল আযহার নামাজের নিয়ত বাধার পর নিম্নোক্তভাবে সালাত আদায় করতে হবে-সানা পড়...
16/06/2024

ঈদুল আযহার নামাজের নিয়ম
কুরবানির ঈদ ২০২৪ এর ঈদুল আযহার নামাজের নিয়ত বাধার পর নিম্নোক্তভাবে সালাত আদায় করতে হবে-
সানা পড়া (সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা…সম্পূর্ণ)।
তারপর তিনবার ‘আল্লাহু আকবার’ তাকবির বলবে। প্রথম দু’বার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দেবে। তৃতীয়বার বলে হাত বাধবে।
এবার আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সম্পূর্ণ পড়ে সুরা ফাতেহা পড়বে ও সাথে একটি সূরা মিলাবে।
তারপর ধারাবাহিকভাবে রুকু-সিজদা করবে।
দ্বিতীয় নামাজে প্রথমে সূরা ফাতেহা ও অন্য একটি সূরা তেলাওয়াত করবে।
তারপর তিনবার ‘আল্লাহু আকবার’ বলে ছয় তাকবীর সম্পন্ন করবে।
চতুর্থ বার তাকবীর দিয়ে রুকুতে যাবে।
তারপর সেজদা ও আখেরি বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।

ঈদের নামাজের পর খুতবা পড়া সুন্নত ও মনোযোগ সহকারে শোনা ওয়াজিব।।
#দ্বীনেরঅর্ধেকসাথী

ঈদ-উল-আযহার সুন্নত সমূহকুরবানির ঈদ ২০২৪ (ঈদুল আযহা ২০২৪) এ আমল হিসেবে এই দিন দিন মহানবী (সাঃ)- এর বেশ কিছু সুন্নত রয়েছে...
16/06/2024

ঈদ-উল-আযহার সুন্নত সমূহ
কুরবানির ঈদ ২০২৪ (ঈদুল আযহা ২০২৪) এ আমল হিসেবে এই দিন দিন মহানবী (সাঃ)- এর বেশ কিছু সুন্নত রয়েছে। এগুলো হলো-

১/অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৫৯, বাইহাকী হাদীস নং-৬১২৬)
২/মিসওয়াক করা। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৯)
৩/উত্তম রূপে গোসল করা। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নাম্বার-১৩১৫)
৪/শরীয়ত সম্মত সাজ-সজ্জা করা। (সহীহ বুখারী শরীফ হাদীস নাম্বার-৯৪৮)
৫/সামর্থ অনুযায়ী ভালো/উত্তম পোষাক পরিধান করা। (বি:দ্র: সুন্নাত আদায়ের জন্য নতুন পোষাক জরুরী নয়। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৯)
৬/শরীরে সুগন্ধি ব্যবহার করা। (আদ্দুররুল মুখতার-২/১৬৮)
৭/ ঈদ-উল-আযহা কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাযের পর নিজের কুরবানি করা পশুর গোশত দ্বারা আহার করা উত্তম। (সহীহ বুখারী হাদীস নং-৯৫৩, আদ্দুররুল মুখতার-২/১৬৮)
৮/সকাল সকাল ঈদগাহ ময়দানে যাওয়া। (সুনানে আবু দাউদ হাদীস নাম্বার-১১৫৭)
৯/ঈদের সালাত ঈদগাহে আদায় করা। বিনা উযরে মসজিদে ঈদের সালাত আদায় করা উচিত নয়। (সহীহ বুখারী হাদীস নাম্বার-৯৫৬)
১০/সম্ভব হলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফেরা। (সহীহ বুখারী হাদীস নাম্বার-৯৮৬)
১১/পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৯০)
১২/ঈদ-উল-আযহায় ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরীফ উচ্চস্বরে পড়া (আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ)। (বাইহাকী হাদীস নং-৬১৩০)

পবিত্র ঈদুল আযহা ২০২৪ কে ঘিরে আল্লাহর সন্তুষ্টির জন্য, কুরবানির ঈদ ২০২৪ – এর এই সকল আমল করা আমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
#দ্বীনেরঅর্ধেকসাথী

দ্বীনের অর্ধেক সাথী.কমের পক্ষ থেকে সকল বাবা, কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সকল বাবাকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দা...
16/06/2024

দ্বীনের অর্ধেক সাথী.কমের পক্ষ থেকে সকল বাবা, কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সকল বাবাকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন,
আমিন।
পৃথিবীর সব সন্তানই তার বাবাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারে না। কারন এই ভালোবাসাটা এতোটাই গভীর যে, কখনো বলে তা বোঝাতে হয়না।
#দ্বীনেরঅর্ধেকসাথী

16/06/2024

আমাদের দ্বীনের অর্ধেক সাথী.কমের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা, প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ঈদ মোবারক।
#দ্বীনেরঅর্ধেকসাথী

বিয়ের আগে প্রেম নয়কারণ পোশাকটা যখন আপনার, তখন যতই পুরাতন হোক ততই মায়া বাড়বে।এনামুল হক ইবনে ইউসুফ #দ্বীনেরঅর্ধেকসাথী
15/06/2024

বিয়ের আগে প্রেম নয়
কারণ পোশাকটা যখন আপনার, তখন যতই পুরাতন হোক ততই মায়া বাড়বে।
এনামুল হক ইবনে ইউসুফ
#দ্বীনেরঅর্ধেকসাথী

11/06/2024

আগামী ১৬ তারিখ রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত
মোট ২৩ ওয়াক্তে, আইয়্যামে তাশরীকে, প্রত্যেক ফরয সালাতের পর তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব।
#দ্বীনেরঅর্ধেকসাথী

নারীরা তাদের জামাকাপড়এমন স্থানে খুলে রাখবে না বা শুকাতে দেবে না,যেখানে পরপুরুষের দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে বা পরপুরুষ দেখ...
11/06/2024

নারীরা তাদের জামাকাপড়
এমন স্থানে খুলে রাখবে না বা শুকাতে দেবে না,
যেখানে পরপুরুষের দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে বা পরপুরুষ দেখে নেয়ার ও স্পর্শ করার সুযোগ রয়েছে।
বই: এখন যৌবন যার | পৃ: ২২৪
#দ্বীনেরঅর্ধেকসাথী

09/06/2024

বিয়ে-ই সবকিছুর সমাধান নয়। কিছু সমস্যা চলে গেলে কিছু নতুন যুক্ত হবে এটাই স্বাভাবিক। জীবনটা এমনই। উত্থান পতনের খেলা চলতে থাকবে। তবে,

“ বিয়ের মাধ্যমে একজন বিশ্বস্ত সঙ্গী পেলে, একে অপরের পাশে থেকে আল্লহর উপর তাওয়াক্কুল করে দু'জনে মিলে লড়াইটা অনেকটাই সহজ হয়ে যায়। তারা হয়ে যায় একে অপরের লেবাস। তখন সুখ-দুঃখের একজন ভাগীদার পাওয়া যায়। জান্নাতে যাওয়ার পথটা আরো সুগম হয়। ইনশাআল্লাহ। ”

~ সংগৃহীত
#দ্বীনেরঅর্ধেকসাথী

06/06/2024

◾দ্রুত বিয়ের আমল 🌸

১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক এস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।

২. সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে পারি। প্রতি ফরজ নামাজের পর তো বটেই, সুযোগ পেলেই দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

৩. সুরা কাসাসের ২৪ আয়াতে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়তে পারি,
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
এই দোয়ায় বিয়ে, বিবিবাচ্চা, চাকুরি, ঘরবাড়ি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। ইন শা আল্লাহ।

৪. বেশি বেশি দোয়া করা। বিশেষ করে দুয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দোয়াবিহীন না যায়।

৫. আমল-দোয়ার পাশাপাশি হালাল পন্থায় পাত্র/পাত্রীর খোঁজ করাও জরুরী।

৬. অনেক সময় জাদু-সিহর করে বিয়ে আটকে রাখা হয়। এজন্য রুকইয়া করা।

৭. নিয়মিত সদকা করা।

৮. অন্য মুসলিম ভাইবোনের জন্য বিয়ের দোয়া করা।

৯. মা-বাবার সাথে ভালো সম্পর্ক রাখাও জরুরি।

✍️ ইশতিয়াক আহমদ তুশার

05/06/2024

সব স্ত্রী আপনার জীবনের জন্য নেয়ামত না। শুধুমাত্র নেককার স্ত্রী আপনার জন্য নেয়ামত। অনেক বড় নেয়ামত। আল্লাহর রাসূল (সা.)-তো নেককার স্ত্রীকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদই বলেছেন। আলহামদুলিল্লাহ!

নেককার স্ত্রী মানে আবার শুধু হাত-পা মোজা পরা, অনলাইনে কোর্স করতে করতে ইলমের শেষ দরজায় চলে যাওয়া স্ত্রী না। নেককার স্ত্রী মানে স্বামীর প্রতিটি মূহুর্তের সুখ-দুঃখের বিষয় খেয়াল রাখাকে ফ-র-জ করে নিয়েছে। সে মনে রাখেছে আল্লাহর রাসূল (সা.)-এর বলা সে বিষয়টি, আমি আল্লাহ ব্যতীত কাউকে সিজ-দাহ্ করার হুকুম থাকলে প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে সিজ-দাহ্ করতে। এখানে বিষয়টি দিয়ে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যকে তুলে ধরে এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংসার জীবনে প্রত্যেক স্বামীই প্রেমময়ী স্ত্রী চাই, তার প্রতি যত্নশীল স্ত্রী চাই, তার প্রতি অনুগত, শ্রদ্ধাশীল, আমানতদার এমন স্ত্রী চাই। তবে পুরুষ মানুষ মাত্রই স্ত্রীর কাছে একটা খোলা কিতাব আর স্ত্রীর প্রতি অনেক বেশি দুর্বল হয়। পৃথিবীর খুব কম পুরুষ মানুষকে আপনি খুঁজে পাবেন যে তার স্ত্রীকে খুশি করতে চাই না। বিনিময়ে হয়তো পুরুষ যত্ন চাই, ভালবাসা চাই, তার কষ্টের মূহুর্তগুলোতে স্ত্রীর কাছে সাপোর্ট চাই। আর যুগে যুগে আম্মাজান খাদিজা (রা.)-এর মতো পবিত্র নারীদের অন্তর থেকে শ্রদ্ধা করে আসে, তাদের জন্য দোয়া করে আর চাই তাদের স্ত্রীরা আম্মাজান খাদিজা (রা.)-এর আদর্শ ধারণ করে এমন চাই।

আল্লাহর রাসূল (সা.)-এর নবুয়্যত প্রাপ্তির সময়ে আল্লাহর রাসূল (সা.)-এর প্রতি আম্মাজান এর কেয়ার, আগলে রাখার মানসিক, সাপোর্টিভ মানসিকতা কা~★~র হতে মুসলিম সকলকেই আলোড়িত করতে বাধ্য। কতই না উত্তম। আমাদের পক্ষে হয়তো হবহু উনাদের মতো হওয়া সম্ভব না কিন্তু উনাদের আদর্শ ধারণ করা সম্ভব। আমরা উনাদের আদর্শে উজ্জীবিত হয়।

এক ভাই ‘প্রিয়তমা’-বই পড়ার পর বলেছিলেন আমি আমার ১ম স্ত্রীর মধ্যে আম্মাজান খাদিজা (রা.)-এর গুণ গুলো দেখতে পাই আর ছোট স্ত্রীর মধ্যে আম্মাজান আয়েশা (রা.)-এর গুণগুলো। আল্লাহু আকবর! তিনি নিঃসন্দেহে ভাগ্যবান। আল্লাহ তাদের কবুল করুন।

আল্লাহ আমাদের আল্লাহর রাসূল (সা.)-এর আদর্শ পরিপূর্ণভাবে ধারণ করার তাওফিক দিন আর আমাদেরকেও উম্মাহর পূণ্যবান নারীদের মতো নেককার আর পবিত্র রমণী দান করুন!

~ সাদাউদ জামান চয়ন!

02/06/2024

স্বামী স্ত্রী পরস্পরকে Own করতে শিখুন। Own করা মানে হচ্ছে, এই জিনিসটা একান্তই আমার, শুধুই আমার। যা কিছু আমরা own করি তার ভালো খারাপ সবকিছুই আমরা একান্তই আমাদের নিজস্ব বলে বোধ করি।

যা আমরা own করি তার খারাপ দিকগুলো আমরা গোপন রেখে মানিয়ে নেয়ার চেষ্টা করি। এবং এর ভালো দিকটাই সবার সামনে রাখার চেষ্টা করি। কারন জিনিসটা আমার, আমি এটি own করি।

একে অপরকে যখন own করা শিখে যাবেন, তখন শালাকে ফোন দিয়ে বলতে ইচ্ছে হবে না, "তোমার বোন এমন এমন"।

শাশুরিকে বলতে ইচ্ছে হবে না, "কি মেয়ে বানিয়েছেন, এইটা পারে না ঐটা করে না"।

বন্ধুদের সাথে আড্ডায় বলে বসবেন না, " ঠকসিরে ভাই"।

মা বাবা আত্মীয় কিংবা বান্ধবীরা যখন আপনার সম্মুখে আপনার স্বামীর কোনো ত্রুটি বর্ণনা করে উপহাসে মেতে উঠবে, আপনার গায়রত যেনো তা সহ্য না করে। কারন তারা যাকে নিয়ে উপহাস করছে, সে আপনার স্বামী। তাকে আপনি own করেন।

একে অন্যরে কথা দিয়ে হোক বা হাত দিয়ে হোক, আঘাত করে বসবেন না। কারণ যা একান্তই আপনার, তার আঘাতও আপনার।

স্বামী-স্ত্রী একজন আরেকজনের চাদর হয়ে উঠুন। আর এটি কতই না উত্তম চাদর।

কথা: সংগৃহীত

31/05/2024

কনের বাড়িতে বিয়ে প্রসঙ্গে কোনো খাবারের আয়োজন হবে না, সিদ্ধান্ত নিন। জাতির অনেক কল্যাণ হবে। যৌতুককে শুকরের গোস্তের মতো হারাম মনে করুন। পারবেন এ সাহস দেখাতে?
~ ড. মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ।
#দ্বীনেরঅর্ধেকসাথী

31/05/2024

আসসালামু আলাইকুম
কিছু টা সময় খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে
সকলেই আমাদের জন্য দোআ করবেন।
#দ্বীনেরঅর্ধেকসাথী

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?  আমাদের ওয়াইব সাইটের মধ্যে বায়োডাটা কে কে জমা দিতে চান বলুন??  আমরা আমাদের পেইজের এক্টি...
28/05/2024

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আমাদের ওয়াইব সাইটের মধ্যে বায়োডাটা কে কে জমা দিতে চান বলুন??
আমরা আমাদের পেইজের এক্টিভ ফলোয়ার গুলো দেখতে চাই
আমরা চেষ্টা করছি খুব দ্রুত ওয়াইব সাইট টা নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ
সকলের কাছে দোআ চাই
#দ্বীনেরঅর্ধেকসাথী

আচ্ছা কথাটি কি সঠিক মনে হচ্ছে????আপনাদের কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে। বোকা মহিলারাস্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গ...
28/05/2024

আচ্ছা কথাটি কি সঠিক মনে হচ্ছে????
আপনাদের কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে।

বোকা মহিলারা
স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী
আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরাণী
মির্জা গালিব
#দ্বীনেরঅর্ধেকসাথী

জানলাম একজন মেয়ের ময়স 40+। কিন্তু তিনি বিবাহ করেন নাই। তিনি অনেক বিবাহ পিছাতে সহযোগিতা দিয়েছেন। আজ তার বিবাহ হয় নাই। সে ...
27/05/2024

জানলাম একজন মেয়ের ময়স 40+। কিন্তু তিনি বিবাহ করেন নাই। তিনি অনেক বিবাহ পিছাতে সহযোগিতা দিয়েছেন। আজ তার বিবাহ হয় নাই। সে কথা বলতে বলতে কেদেই দিলো। তার আরেক বোন 30+ তার ও বিবাহ হয় না। এ থেকে একটা জরিপ করতে মন চাইল।
তাই করলাম।

আমি পাত্রীর বায়োডাটা নিয়ে আর্টিকেল লিখলাম।

একটি ম্যারেজ মিডিয়াতে যাদের বয়স 18 থেকে 25 বছর তাদের বায়োডাটা জমা দেওয়া আছ 777 টি। যাদের বয়স 25 থেকে 30 বছর তাদের বায়োডাটা জমা দেওয়া আছে 590 টি।

এখন আসি প্রতি 2 বছরের ব্যবধানে মেয়েদের বায়োডাটার পরিমান।

18 থেকে 20 পাত্রীর বায়োডাটা ২০১ টি

20 থেকে 22 পাত্রীর বায়োডাটা 259 টি

22 থেকে 24 পাত্রীর বায়োডাটা 358 টি

24 থেকে 26 পাত্রীর বায়োডাটা 382 টি

26 থেকে 28 পাত্রীর বায়োডাটা 298 টি

28 থেকে 30 পাত্রীর বায়োডাটা 241 টি

30 থেকে 32 পাত্রীর বায়োডাটা 146 টি

32 থেকে 34 পাত্রীর বায়োডাটা 93 টি

30 থেকে 40 পাত্রীর বায়োডাটা 258 টি

18 থেকে 40 বছর বয়সের মোট মেয়েদের বায়োডাটা আছে 1420 টি। যার 25 থেকে 40 বছর বয়সের বায়োডাটা আছে 782 টি। বাকি বায়োডাটা 25 বছর এর কম।

এখন আসি আসল কথায়। আজ মেয়েটার বয়স 20/22 বছর তার চেহারা যেমন সুন্দর দেখায় ঠিক তার বিবাহের চাহিদাও থাকে অনেক। এই বয়সে অনেক পরিবারই প্রস্তাব পাঠায়। কিন্তু যখন মেয়ের বয়স 30+ হয়ে যায় তখন আর কেউ প্রস্তাব নিয়ে আসে না। এর কিছু কারনের মধ্যে অন্যতম কারন হল অভিসাপ। যখন মেয়ের বয়স 22 ছিল তখন মেয়ের বাবার এত বেশি উচ্চচাহিদা থাকে যে, এই মেয়েকে বিয়ে করার যোগ্যতা অর্জন করতে পারে না 99% ছেলে।

মেয়ের বাবা এবং মেয়ে তাদের একটু চিন্তা করা উচিত যে পাত্রীর বয়স 30+ হলে কে বিবাহ করবে??

সব ছেলেই সন্তান নেওয়ার বিষয় সামনে রেখে বিবাহকে না বলে দিবে।

এখন আসি আসল জরিপে। বর্তমানে দেশে 5 লক্ষ উচ্চশিক্ষত মেয়ে আছে যাদের বয়স 30+। কিন্তু দেশে 50 হাজার ছেলেও নাই যারা 30+ বয়সের মেয়েকে বিবাহ করতে আগ্রহী। আগামি 10 বছর এর মধ্যে আর 10 লক্ষ 30+ অবিবাহিত উচ্চ শিক্ষিত মেয়ে রেডি হচ্ছে যাদের বিবাহ করার জন্য 50 হাজার ছেলেও আগ্রহী থাকবে না। অপর দিকে পুরুষ মানুষ তার প্রিয় ভালবাসার স্ত্রীর ভালবাসার দিকে তাকিয়ে 2য় বিবাহ করতে আগ্রহী নয়। এই সব বিষয় থেকে বুঝা যায় সামনে এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতাছে উচ্চ শিক্ষিত মেয়েদের জন্য।
সকলের যথাসময়ে বিয়ে হোক এ কামনা।
আল্লাহ্ সবাই কে কল‍্যানের পথে কবুল করুন।আমিন
(সংগৃহিত ও পরিমার্জিত)

27/05/2024

বৃষ্টির সময় দোয়া কবুল হয়।
(মুস্তাদরাকে হাকেম, ২৫৩৪)

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক ...
27/05/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

তাই সবাই বিয়ের জন্য আগে থেকে ভাবা উচিৎ আল্লাহ আমাদের সকলকেই সঠিক বুঝবার তাওফিক দিন, আমিন

#দ্বীনেরঅর্ধেকসাথী

স্ত্রী ভালো হলেবেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে! আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষ ও ধ্বংস হয়ে যায়!কথাঃ স...
26/05/2024

স্ত্রী ভালো হলে
বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে! আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষ ও ধ্বংস হয়ে যায়!
কথাঃ সংগ্রহীত
#দ্বীনেরঅর্ধেকসাথী

26/05/2024

আসসালামু আলাইকুম
সবাই গ্রুপে জয়েন হোন, গ্রুপ লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে,
সবাই পোস্টটি শেয়ার করুন ,
#দ্বীনেরঅর্ধেকসাথী

দ্বীনের অর্ধেক সাথী
সবাইকে জাযাকাল্লাহু খাইরান

25/05/2024

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আশাকরি সবাই ভালো আছেন,

▪️ একটি ঘোষণা দিয়েছিলাম আপনাদের যে অফলাইনে বায়োডাটা জমা নিচ্ছি, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি,
তবে WhatsApp পে কিছু প্রবলেমের কারণে বায়োডাটা গুলো অটোমেটিক রিমুভ হয়ে যায়, এজন্য আমরা দ্বীনের অর্ধেক সাথীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি,
সকলের দোয়া চাই আপনাদের জন্য ওয়াইট টা যেন খুব দ্রুত আনতে পারি।

আমাদের সাথে থাকার জন্য সবাইকে জাযাকাল্লাহু খাইরান
#দ্বীনেরঅর্ধেকসাথী

যিনি অবিরাম বর্ষণসহ আকাশের দরজা খুলে দিতে পারেন, তিনি আপনাকে আপনার পছন্দমতো-জীবনসঙ্গীণ্ডদিতে পারেন, যদি আপনি তাঁর কাছে দ...
25/05/2024

যিনি অবিরাম বর্ষণসহ আকাশের দরজা খুলে দিতে পারেন, তিনি আপনাকে আপনার পছন্দমতো-
জীবনসঙ্গীণ্ড
দিতে পারেন, যদি আপনি তাঁর কাছে দোয়া করেন।
কথাঃ সংগ্রহীত
#দ্বীনেরঅর্ধেকসাথী

প্রত্যেক পর্দাশীল নারীদ্বীনদার নয়কিন্তু প্রত্যেক দ্বীনদার নারী'ইপর্দাশীল #দ্বীনেরঅর্ধেকসাথী
24/05/2024

প্রত্যেক পর্দাশীল নারী
দ্বীনদার নয়
কিন্তু প্রত্যেক দ্বীনদার নারী'ই
পর্দাশীল
#দ্বীনেরঅর্ধেকসাথী

উত্তম বিবাহতা-ই, যা সহজে সম্পন্ন হয়।আবু দাউদ: ২১১৭ #দ্বীনেরঅর্ধেকসাথী
23/05/2024

উত্তম বিবাহ
তা-ই, যা সহজে সম্পন্ন হয়।
আবু দাউদ: ২১১৭
#দ্বীনেরঅর্ধেকসাথী

এমন কাউকে বিয়ে করুন যে কর্পোরেট ক্যারিয়ারের চেয়েমাতৃত্ব বেশি পছন্দ করে!■ ডা. মুর্তজা শাহরিয়ার #দ্বীনেরঅর্ধেকসাথী
22/05/2024

এমন কাউকে বিয়ে করুন যে কর্পোরেট ক্যারিয়ারের চেয়ে
মাতৃত্ব বেশি পছন্দ করে!
■ ডা. মুর্তজা শাহরিয়ার
#দ্বীনেরঅর্ধেকসাথী

মেয়েদেরবিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়ামেয়েদের বিয়ে দেওয়ার কেউ থাকে না।বই- আত্নার সুরক্ষা #দ্বীনেরঅর্ধেক...
21/05/2024

মেয়েদের
বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়া
মেয়েদের বিয়ে দেওয়ার কেউ থাকে না।
বই- আত্নার সুরক্ষা
#দ্বীনেরঅর্ধেকসাথী

তাই আগেই বিয়ে করুন,
বিয়ের জন্য আমাদের কাছে বায়োডাটা জমা দিতে পারেন।
বায়োডাটা ফরম WhatsApp নক দিয়ে ফরম ফিলাপ করে জমা দিন।

আলহামদুলিল্লাহ  দ্বীনের অর্ধেক সাথী.কম আমরা আমাদের ওয়াইব সাইট না আশা পর্যন্ত আমরা  ফ্রি কাজ করবো ইনশাআল্লাহ অফলাইনে বায়ো...
21/05/2024

আলহামদুলিল্লাহ
দ্বীনের অর্ধেক সাথী.কম
আমরা আমাদের ওয়াইব সাইট না আশা পর্যন্ত আমরা ফ্রি কাজ করবো ইনশাআল্লাহ
অফলাইনে বায়োডাটা নিচ্ছি
সবাই বায়োডাটা জমা দিন,
বায়োডাটা ফরম WhatsApp নক দিন ওখানে আমরা দিয়ে দিব।

#দ্বীনেরঅর্ধেকসাথী

21/05/2024

আলহামদুলিল্লাহ আমাদের কাছে বায়োডাটা আসতে শুরু হয়েছে আশাকরি সবাই WhatsApp নক দিয়েন বায়োডাটা পূরণ করে আমাদের কাছে জমা দিন।

আমাদের ওয়াইব সাইট আসার আগপর্যন্ত বিনা মূল্যে কাজ করবো ইনশাআল্লাহ
এবং ওয়াইব সাইট আসলেও খুব কম মল্য রাখবো ইনশাআল্লাহ
#দ্বীনেরঅর্ধেকসাথী

20/05/2024

কনে খোঁজা চিঠি!

কনে খুঁজতে শুরু করা ছেলেটি জানতে পারল, ওই পরিবারে বিয়ের উপযুক্ত একটি মেয়ে আছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, উপযুক্ত দীনদার পাত্র পেলে দেরি করবে না। এটাও জানা গেছে, আগের একটি প্রস্তাব মেয়ের পরিবার নাকচ করে দিয়েছে। প্রধান কারণ ছিল, পাত্র দীনদার ছিল না। ছেলেটি বুদ্ধি করে হবু শ্বশুরের কাছে ছোট্ট একটি চিঠি লিখেছে....
জনাব,
ক্লান্তিকর সফর শেষে আমার একটি মাথা গোঁজার ঠাঁই দরকার। আমার অসম্পূর্ণ সত্ত্বাকে পূর্ণ করার জন্য আরেকটি পূত পবিত্র আত্মা দরকার। আমার অর্ধেক দীন পূর্ণ করার জন্য আপনার নাড়িছেঁড়া ধনের মতো একজন মহীয়সী দরকার!

ইতি...........

~শায়েখ আতিক উল্লাহ হাফি.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনের অর্ধেক সাথী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীনের অর্ধেক সাথী:

Videos

Share

Nearby event planning services


Other Wedding planning in Dhaka

Show All