Oil Free Kitchen - Saaol Cafe

Oil Free Kitchen - Saaol Cafe This prompted SAAOL to develop the concept of "Zero Oil". By "Zero Oil" we mean cooking without using
(11)

‘Saaol Cafe’
দেশের প্রথম Oil Free খাবার রেস্টুরেন্ট ২৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকায় চালু হয়েছে। সাওল হার্ট সেন্টার-এর উদ্যোগে ‘Oil Free Good Food’ শ্লোগানে মনোরম নিভৃত পরিবেশে বিনাতেলে সুস্বাদু স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হলো এই ভিন্নধর্মী খাবার রেস্তোঁরার। বিনা তেলে রান্নাকরা সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার স্বল্পখরচে খেতে আমাদের সাওল ক্যাফে ভিজিট করুন। শনিবার থেকে বৃহস

্পতিবার খোলা থাকে। সকাল বিকেলের নাশতা ও দুপুরের খাবার ব্যবস্থা আছে।
আমাদের ঠিকানা:
সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেড
বাড়ি #২৬,ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।

 #বিস্ময়কর_সাওল_ইফতারি খাবারে কি চাই আপনার, তেল না টেস্ট?নিশ্চয়ই আপনি বলবেন- টেস্ট।কেমন খাবার চাই আপনার, স্বাস্থ্য হান...
20/03/2024

#বিস্ময়কর_সাওল_ইফতারি

খাবারে কি চাই আপনার, তেল না টেস্ট?
নিশ্চয়ই আপনি বলবেন- টেস্ট।
কেমন খাবার চাই আপনার, স্বাস্থ্য হানিকর না স্বাস্থসম্মত?
নিশ্চয়ই আপনি বলবেন-স্বাস্থসম্মত।
রমজানে কেমন ইফতারি চাই আপনার, ঝুঁকিপূর্ণ, অনিরাপদ নাকি ঝুঁকিহীন, নিরাপদ ইফতারি?
নিশ্চয়ই আপনার জবাব হবে- ঝুঁকিহীন, নিরাপদ, স্বস্তিময় ইফতারি।
সত্যি তাই, সংযমের মাস রমজানে সারাদিন না খেয়ে থেকে রোজা খুলতে আপনার চাই, স্বাস্থ্যসম্মত, নিরাপদ, সুস্বাদু, স্বস্তিকর, মজাদার হরেক রকম ইফতারি।
আর হ্যা, জনকল্যাণে আপনার সেই মনোমত, স্বাস্থ্য-বান্ধব, ইফতারির আয়োজন করছে- বাংলাদেশে 'জনস্বাস্থ্য আন্দোলন'-এ অঙ্গীকারাবদ্ধ, বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ সাওল হার্ট সেন্টারের 'অয়েল ফ্রি কিচেন'।
প্রতিদিন সকাল ১২টার মধ্যে অর্ডার করে বিকাল ৪টা থেকে আপনি পেতে পারেন- আপনার সেই আত্ম সংযমের স্বাস্থ্যসম্মত, নিরাপদ, ঝুঁকিহীন, কাঙ্খিত বিনা তেলে তৈরি ' সাওল ইফতারি'। সত্যি সে এক বিস্ময়!
আপনার পরিবারের জন্য কিংবা সামাজিকতার জন্য ইফতার পার্টিতে আপনি নির্দ্বিধায় অর্ডার করতে পারেন, এই বিস্ময়কর ইফতারি।
আবার সপরিবার বা সবান্ধবে চলে আসতে পারেন, সাওলের 'অয়েল ফ্রি ক্যাফে'তে। এমনকি সাওলের মনোরম, নিরিবিলি 'কাজল মিলনায়তন'-এ আপনি আয়োজন করতে পারেন ইফতার পার্টির। আমাদের সব সহযোগিতা আপনি পাবেন।

আমন্ত্রণ রইলো।

অয়েল ফ্রি কিচেন
সাওল হার্ট সেন্টার
২৬ ইস্কাটন গার্ডেন রোড
বাংলা মোটর নেভি হাউজের পিছনে
ফোনঃ ০১৭৭৭৭৮০৮৫৮, ০১৭৭৭৭৮০৮৫৯

16/03/2024
14/04/2023

#শুভ_নববর্ষ_১৪৩০
নতুন বছরে সাওলের নতুন অঙ্গীকার
হার্ট আ্যাটাকে অকাল মৃত্যু নয় আর

আগামী ১৫ এপ্রিল, শনিবার, সকাল ১১টায় ৩৫৪তম 'ফ্রি সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার'- এ অংশগ্রহণের জন্য আপনাকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি।

আমাদের সেবাসমূহ-
 বিশেষভাবে প্রশিক্ষিত ডাক্তার, নার্স, ডায়েটিশিয়ান
 ডিজিটাল পদ্ধতিতে রোগ নির্ণয় ও
 নেচারাল বাইপাস ও সাওল ডেটক্স চিকিৎসা
 দূরের রোগীদের থাকার সুবন্দোবস্ত
 স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার ব্যবস্থা
 কার্ডিয়াক ইয়োগা-মেডিটেশন কোর্স

প্রধান শাখা
ঢাকা:
বাড়ি ২৬, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা- ১০০০ (নেভি হাউজের। /পেছনে)।
মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫১/০১৭৭৭৭৮০৮৫৩/
০১৭৭৭৭৮০৮৫৭/০১৭৭৭৭৮০৮৫৮।

চট্টগ্রাম :
বাড়ি ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়, চট্টগ্রাম ৪০০০।
মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২।

সিলেট:
বাড়ি ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০।

https://www.linkedin.com/company/66298400
https://twitter.com/kajol_kotha
https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh
www.saaol.com.bd

 #পবিত্র_মাহে_রমজানে সুস্থ থাকতে  #ডায়াবেটিস,  #হার্ট এবং  #কিডনী  #রোগীদের  #সেহেরি কেমন হওয়া দরকার সে বিষয় নিয়েই থাকছে...
23/03/2023

#পবিত্র_মাহে_রমজানে সুস্থ থাকতে #ডায়াবেটিস, #হার্ট এবং #কিডনী #রোগীদের #সেহেরি কেমন হওয়া দরকার সে বিষয় নিয়েই থাকছে আজকের লেখা। সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। রমজান মাসে আমাদের দৈনন্দিন জীবন যাপন রুটিনের অনেক পরিবর্তন আসে ।

#রমজানে_ডায়াবেটিস_রোগীদের_সেহেরি
খুশির খবর হল ডায়াবেটিস রোগীরা যদি খাবার-দাবার এবং জীবনযাপনের ব্যাপারে সতর্ক থাকেন এবং নিয়ম মেনে চলেন তা হলে তারা অবশ্যই ভালোভাবে রোজা পালন করতে পারবেন। ডায়াবেটিস রোগীদের মাঝে যারা ওষুধ বা ইনসুলিন নেন তারা অবশ্যই রমজানে ওষুধ বা ইনসুলিনের নতুন শিডিউল কেমন হবে তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিবেন। সাথে সাথে কোন খাবারগুলো কি পরিমাণে কখন খেতে হবে সে বিষয়গুলোও পুষ্টিবিদের কাছ থেকে জেনে নিতে হবে।

১। সেহেরি খাবার শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে সেহেরি খেতে হবে। এতে করে দিন শেষে রক্তে গ্লুকোজ কমে যাওয়ার ঝুঁকি কমবে।
২। সেহেরিতে লাল আটার রুটি অথবা ভাত পছন্দ অনুযায়ী গ্রহণ করা যাবে।
৩। ডাল থাকবে। কয়েক ধরনের ডাল মিশিয়ে রান্না করলে পুষ্টিমান বাড়বে।
৪। মিক্স সবজি খেতে হবে। সবজিতে গোল আলু বাদ দিতে রান্না করতে হবে এবং মাটির নিচের অন্যান্য সবজিগুলোও কম খেতে হবে। তবে ডায়াবেটিস রোগীরা মিষ্টিআলু খেতে পারেন ।
৫। এককাপ সয়াদুধ খাওয়া যেতে পারে ।
৬ চিনি, গুড় ও মিষ্টি জাতীয় যে কোন ফলের জুস বাদ দিতে হবে।
৭। কোক, স্প্রাইট, পেপসি, ফানটাসহ যতরকম বোতলজাত কোমল পানীয় আছে সেগুলো এড়িয়ে যেতে হবে।
৮। হালকা হাঁটা-চলা করা যেতে পারে।
৯। এবারের রমজান গরমে হওয়ায় ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে। একবারে বেশি পানি পান না করে অল্প অল্প করে বারে বারে পানি পান করতে হবে। দুই থেকে আড়াই লিটার পান করতে হবে এই সময়।

#রমজানে_হার্টের_রোগীদের_সেহেরি
১। আঁশবহুল খাবার খেতে হবে যা অনেকক্ষণ পেট ভরা রাখে। লাল চালের ভাত বা আটার রুটি বা ওটস খাওয়া যেতে পারে।
২। ভারী খাবার যেমন- পোলাও, বিরিয়ানি এবং রেড মিট খবার একদম নয়। এই খাবারগুলো বদহজম ও এসিডিটি সৃষ্টি করে। সহজপাচ্য খাবার খেতে হবে- নরম ভাত, নানা রকম সবজি এবং ডাল।
৩। সেহরিতে খেজুর খেলে প্রায় দীর্ঘ সময় শক্তি পাওয়া যায় এবং ক্লান্তি কম লাগে।
৪। বিভিন্ন ধরণের ফলের বা সবজির সালাদ খাওয়া যেতে পারে।
৫। দেহের তাপমাত্রা ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ রাখার জন্য ডাবের পানি খাওয়া যেতে পারে। সব মিলিয়ে একজন হার্টের রোগীর দুই থেকে আড়াই লিটার পানি পান করতে হবে এ সময়।
৬। সেহরিতে চেষ্টা করতে হবে চা ও কফি থেকে বিরত থাকতে।
রমজানে কিডনি রোগীদের সেহেরি

#কিডনি_রোগীদের_খাবার দাবারের ব্যাপারে নানা বিধি নিষেধ থাকলেও তারা নিয়ম মেনে রোজা পালন করতে পারেন।
১। সেহরির জন্য ভাত বা রুটির সাথে সবজি বা সবজির ভর্তা করে খেতে পারেন।
২। কিডনি রোগীরা ডালের পরিবর্তে মিক্সড সবজি বা ভর্তা করে খেতে পারেন। শসার সালাদ খেলে তা পানির অভাব পূরণ করবে ।
এ সময় কিডনি রোগীদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে উচ্চ পটাশিয়াম যুক্ত খাবারগুলো বাদ দিতে হবে। কম সোডিয়াম,প্রোটিন এবং ফসফরাস যুক্ত খাবার তালিকায় রাখতে হবে। উচ্চ পটাশিয়াম যুক্ত খাবারগুলো হচ্ছে কলা, আলু, পালংশাক, এভোকাডো, বিচি জাতীয় খাবার যেমন শিমের বিচি,কুমড়ার বিচি, বরবটি বিচি ইত্যাদি,সাইট্রাস বা টকজাতীয় ফল যেমন, মাল্টা, কমলা, আমলকি ইত্যাদি, এবং সবরকম মাছ।

এইসব খাবার বাদ দিলেও অনেক খাবার আছে যা কিডনির জন্য ভালো। কিডনির জন্য শসা, তরমুজ, পেয়ারা,নাশপাতি, বেরি জাতীয় ফল যেমন, স্ট্রবেরি, রাসবেরি,ক্যানবেরি ইত্যাদি, বেদানা, আপেল, আনারস, বাধাকপি, লাউ, পেঁপে, কাচাঁকলা, করলা, বেগুন, ঢেরস, পটল, চিচিঙ্গা, লাল শালগম ইত্যাদি ফল ও সবজি খুব ভালো।

রোজা রাখুন, সুস্থ থাকুন।

মিশু দাস
পুষ্টিবিদ
#সাওল_হার্ট_সেন্টার (বিডি) লিঃ

www.saaol.com.bd
https://www.linkedin.com/company/66298400
https://www.youtube.com/c/SaaolHeartCenterBangaldesh
https://twitter.com/kajol_kotha

#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১

#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২

#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

        নারীর সুস্বাস্থ্য জাতির সুস্বাস্থ্য বিশ্ব নারী দিবসে সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর হৃদয়োষ্ণ শুভেচ্ছা।বিশ্বের ...
08/03/2023



নারীর সুস্বাস্থ্য জাতির সুস্বাস্থ্য
বিশ্ব নারী দিবসে সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর হৃদয়োষ্ণ শুভেচ্ছা।
বিশ্বের বৃহত্তম নন-সার্জিক্যাল চেইন হার্ট কেয়ার সেন্টার
সাওল হার্ট সেন্টার (বিডি) লি.
হৃদরোগের সর্বাধুনিক বিজ্ঞান ভিত্তিক চিকিৎসায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
আমেরিকার কিংবদন্তি চিকিৎসক ডা. ডিন অর্নিশের ‘রিভার্সাল হার্ট ডিজিজ’ চিকিৎসার আলোকে উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ভারতীয় ডা. বিমল ছাজেড়, এমবিবিএস, এমডি ১৯৮৫ সালে ভারতের নয়া দিল্লিতে সাওল হার্ট সেন্টার প্রতিষ্ঠা করেন। ২০০৯ সালে স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হান বাংলাদেশে 'সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ'- প্রতিষ্ঠা করেন।
কাঁটাছেঁড়া ছাড়া, বিনা রিং, বিনা অপারেশনে হার্ট ব্লকেজের সর্বাধুনিক, পূর্ণাঙ্গ ও স্থায়ী, চিকিৎসা ২০০৯ সালের ৯ জানুয়ারি বাংলাদেশে সর্বপ্রথম চালু করে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার সাথে জীবন শৈলী ও খাদ্যাভ্যাস পরিবর্তন ব্যবস্থাপনার সর্বোত্তম সংমিশ্রণ- সাওল। ভারত, নেপাল, বাংলাদেশ ও আমেরিকায় সাওলের ১১০টি শাখার মধ্যে সাওল হার্ট সেন্টার (বিডি) লি. ১৯তম, চট্টগ্রাম ৭৪তম এবং সিলেটে ১০০তম শাখা।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের নিবন্ধন এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত।
(SAAOL- Science And Art Of Living) সুস্থতার শিল্পিত বিজ্ঞান।
একমাত্র সাওল হার্ট সেন্টারই হৃদরোগ চিকিৎসার সুপরিকল্পিত, সুসমন্বিত, পূর্ণাঙ্গ ও সঠিক বিজ্ঞানভিত্তিক চিকিৎসা দেয়। যাঁর হার্টে ব্লকেজ আছে, এক বা একাধিক হার্ট অ্যাটাক হয়েছে, বাইপাস অপারেশন অথবা রিং বসানো হয়েছে অথবা যাঁরা এসব ব্যবস্থা নেওয়ার পরামর্শ পেয়েছেন, তাঁরা সাওলের নেচারাল বাইপাস ও কার্ডিও ডিটক্স চিকিৎসাসেবা নিতে পারেন।
শুত্রুবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা দেওয়া হয়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া আমাদের কোথাও কোনো শাখা নেই। অনুগ্রহপূর্বক সতর্ক থাকুন। নকলবাজদের এড়িয়ে চলুন।
ডাঃ বিমল ছাজেড় -এমডি, যিনি এই উপমহাদেশে সাওল চিকিৎসার জনক, তাঁরই সরাসরি তত্বাবধানে পরিচালিত সাওল বাংলাদেশ।
আমাদের সেবাসমূহ-
 বিশেষভাবে প্রশিক্ষিত অভিজ্ঞ ডাক্তার, নার্স ও ডায়েটিশিয়ান
 ডিজিটাল পদ্ধতিতে রোগ নির্ণয়
 নেচারাল বাইপাস ও সাওল ডেটক্স চিকিৎসা
 দূরের রোগীদের থাকার সুবন্দোবস্ত
 স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার ব্যবস্থা
 কার্ডিয়াক ইয়োগা-মেডিটেশন কোর্স
(ফ্রি) ৩৪৮ তম সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ০৪ মার্চ, শনিবার সকাল ১১টায়। আপনি সপরিবারে আমন্ত্রিত।
www.saaol.com.bd
www.saaol.com
https://www.youtube.com/
https://www.linkedin.com/company/66298400
https://twitter.com/kajol_kotha
#ঢাকা: বাড়ি # ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউজের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৫৫৬৬০৭৭৭,০১৭৭৭৭৮০৮৫১
#চট্টগ্রাম : বাড়ি # ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২
#সিলেট: বাড়ি # ০৩৭৯০০, খয়রুন ভবন (২য় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০

#সাওল_ফ্রি_হার্ট_সেমিনার
#বিনা_রিং, #বিনা_অপারেশনে #হৃদরোগ_চিকিৎসা
#হার্ট_ব্লকেজ? #হাই_ব্লাডপ্রেসার? #ডায়াবেটিস? #মেন্টাল_স্ট্রেস?

23/02/2023

দ্রোহ, প্রেম, প্রতিবাদ, স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের সাহসী কবি মোহন রায়হানের প্রথম গদ্যগ্রন্থ 'কবিতা ও জীবন' পন্ডিত সলিমুল্লাহ খানের ভাষায়-"কবিতা ও জীবন’ গ্রন্থে গদ্যের কড়া হাতুড়ি তুলিয়া লইবার পর স্বীকার করিতে হইবে তিনি অন্যদেরও প্রীতিধন্য হইলেন।

‘কবিতা ও জীবন’ নিছক কবিতা ব্যবসায়ীর স্মৃতিকথা নয়, ১৯৭১ পরবর্তী পঞ্চাশ বছরের গদ্য-পদ্য আন্দোলনের সামাজিক ইতিহাস বটে। এই সামাজিক-ঐতিহাসিক বয়ানযোগে মোহন রায়হান বিগত অর্ধশতাব্দীর একটা বাণীচিত্র আঁকিয়াছেন। এই চিত্র যেমন আশার তেমন আশাভঙ্গের, যেমন স্বাধীনতা সংগ্রামের তেমন পরাধীনতাবরণের ইতিবৃত্ত। সুখের মধ্যে শুদ্ধমাত্র নৈরাশ্যের নয়, নতুন জীবনে উত্তরণের হাতছানিও ইহার ছায়ায় পাওয়া যাইবে।"বইমেলায় কবির অটোগ্রাফসহ সংগ্রহ করুন।

অয়ন প্রকাশন
স্টল নং: ১৯৬-১৯৭-১৯৮
www.mohonraihan.com
www.saaol.com.bd
https://www.youtube.com/

20/02/2023

www.saaol.com.bd
www.saaol.com

#বিনা_রিং_বিনা_অপারেশনে_হৃদরোগের_চিকিৎসা

#ভাষাদিবস #মহান #একুশে #ফেব্রুয়ারি #শহীদদের #বিন্ম্র #শ্রদ্ধা #বাংলাদেশ #সাওল

14/01/2023

#আমরা_শোকাহত
সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ-এর এজিএম অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন-এর মা, ৩:৪৫ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন) ।

তাঁর মৃত্যুতে সাওল, বাংলাদেশের পক্ষ থেকে আমরা গভীর শোক জ্ঞাপন করছি ও শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

১৪.০১.২০২৩
শনিবার,০৩:৪৫ মিনিট
www.saaol.com.bd

Stepping  in 15 YearsSAAOL HEART CENTER (BD) LTD.Special offer সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ           Dhaka 01777780851...
05/01/2023

Stepping in 15 Years
SAAOL HEART CENTER (BD) LTD.
Special offer
সাওল হার্ট সেন্টার (বিডি) লিঃ



Dhaka 01777780851, 01777780853
Sylhet 01777780860
Chittagong 01777780861
Website Bangladesh: https://saaol.com.bd
Website India: https://saaol.com

01/01/2023
   #বিজয়দিবস৫১ তম বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারজনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার সুদৃঢ় সংকল্পে অটলবিনা রিং...
15/12/2022

#বিজয়দিবস
৫১ তম বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার
জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার সুদৃঢ় সংকল্পে অটল
বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ-
সাওল হার্ট সেন্টার (বিডি) লি.

05/11/2022
বাংলাদেশে প্রথম (Oil Free kitchen) OOil Free Kitchen - Saaol Cafeবিনাতেলে সুস্বাদু স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের অঙ্গীক...
05/11/2022

বাংলাদেশে প্রথম (Oil Free kitchen) OOil Free Kitchen - Saaol Cafeবিনাতেলে সুস্বাদু স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার। ৫ নভেম্বর ২০১৬ থেকে যাত্ৰা শুরু করে দেশের প্রথম Oil Free খাবার রেস্টুরেন্ট ‘Saaol Cafe’।

বাংলাদেশে বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃত প্রতিষ্ঠান সাওল হার্ট সেন্টার-এর উদ্যোগে ‘Oil free Good Food’ শ্লোগানে মনোরম নিভৃত পরিবেশে বিনাতেলে সুস্বাদু স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।

আমরা বিনা তেলে বাঙালিয়ানা প্রায় ২০০ রকমের খাবার তৈরিতে পারদর্শী। ভিন্নধর্মী এই খাবারের স্বাদ গ্রহণ করতে আজই আসুন।

১০০% হালাল ও সম্পূর্ণ ঘরের স্বাদে হাইজেনিক নিররাপদ প্রফেশনাল কিচেনে পরিষ্কার পরিছন্নভাবে খাবার তৈরি করা হয়। প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয়। হিমায়িত মাছ মাংস রান্না হয় না। কোনো খাবারে টেস্টিং সল্ট বা রং ব্যবহার করা হয় না। আপনাদের পছন্দ অনুযায়ী রান্নায় ঝাল ব্যতীত সবকিছুই আমাদের রেসিপি অনুযায়ী সরবরাহ করা হয়।

আমাদের খাবার তালিকায় আপনার পছন্দের যেকোনো খাবার প্রি- অর্ডার করতে অন্তত ১ দিন আগে আপনার অর্ডার কনফার্ম করুন ৫০% অগ্রিম পরিশোধ করে। মিনিমাম ৫ থেকে ১০/২০/১০০ জন পর্যন্ত খাবার অর্ডার নেয়া।

যোগাযোগ:
আপনার খাবার অর্ডার করতে কল করুন - ০১৭৭৭৭৮০৮৫৮/ ০১৭৭৭৭৮০৮৫৯।

১০০% হালাল ও সম্পূর্ণ ঘরের স্বাদে হাইজেনিক ও নিরাপদ প্রফেশনাল কিচেনে পরিষ্কার পরিছন্নভাবে খাবার তৈরি করা হয়। প্রতিদিনের ...
05/11/2022

১০০% হালাল ও সম্পূর্ণ ঘরের স্বাদে হাইজেনিক ও নিরাপদ প্রফেশনাল কিচেনে পরিষ্কার পরিছন্নভাবে খাবার তৈরি করা হয়। প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয়। হিমায়িত মাছ মাংস রান্না হয় না। কোনো খাবারে টেস্টিং সল্ট বা রং ব্যবহার করা হয় না। আপনাদের পছন্দ অনুযায়ী রান্নায় ঝাল ব্যতীত সবকিছুই আমাদের রেসিপি অনুযায়ী সরবরাহ করা হয়। আমাদের খাবার তালিকায় আপনার পছন্দের যেকোনো খাবার প্রি- অর্ডার করতে অন্তত ১ দিন আগে আপনার অর্ডার কনফার্ম করুন ৫০% অগ্রিম পরিশোধ করে। মিনিমাম ৫ থেকে ১০/২০/১০০ জন পর্যন্ত খাবার অর্ডার নেয়া হয় ।

03/11/2022

Address

26 Eskaton Garden, Ramna
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801777780858

Alerts

Be the first to know and let us send you an email when Oil Free Kitchen - Saaol Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oil Free Kitchen - Saaol Cafe:

Videos

Share

Category

Nearby event planning services