18/06/2021
রান্নাঘরের গরমে,কর্পোরেট অফিসের গোল টেবিলে কিংবা বাসস্টপেজের ভীড়ে - কিছু মানুষ লুকিয়ে থাকেন নিজের অস্তিত্ব অতোটা জানান না দিয়েই। হয়তো আমার, আপনার বা আমাদেরই কাছের মানুষ তারা!
ভাবছেন কাদের কথা বলছি?
বলছি সেইসব মানুষের কথা, যারা নিজের মত করেই হয়তো সব সময় করে যান কাছের মানুষদের জন্যে - কিন্তু আশেপাশের মানুষের কাছে তাদের অবদানগুলো পায় না কোন মূল্যায়ন! উলটো সেগুলো হয়তো চোখ এড়িয়ে যায়, একটা শুকনো ধন্যবাদ পাবার যোগ্যও হয়তো কখনো হয়ে ওঠেনা।
কোন বাড়ির বড় ছেলে, না হয় শ্বাশুড়ি, কিংবা মা বা বোন, স্বামী বা স্ত্রী - হাজার হাজার মানুষের নাম মিলবে এই লিস্টে!
অথচ এই মানুষগুলোকে তাদের কাজের জন্যে, অবদানের জন্যে একটু খানি এপ্রিসিয়েশন দিয়ে দেখুন, দেখবেন নিজের চারপাশটা কিভাবে বদলে যায়!
বারে বারে জীবনের লক্ষ্য থেকে ছিটকে যাওয়া ভীষণ শক্ত মানুষটাও কিন্তু প্রত্যাশা করেন, কেউ তো বলুক 'তুমি পারবে'!!
অফিস সেরে ঘরে ফেরা মানুষ টা 'তেল-লবন এনেছো কিনা' শোনার আগে শুনতে চান " পথে কষ্ট হয়নি তো?"
জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষটা ভাবেন সংসারে কেউ তো বলুক 'ভালবাসি'!
বাচ্চাকে নিয়ে সারা রাত জাগা মা-টা হয়তো ভাবেন কেউ তো বলুক "ইশ!কী কষ্টটাই না করছ"!
সবার জন্যে কোন কিছু প্রত্যাশা না করে অনেক করে যাওয়া মানুষটারও বুকের কোথাও হয়তো লাল-নীল কষ্টগুলো দানা বাঁধে!ভাবেন কেউ তো বলুক- 'তোমার কোন কষ্ট,কোন ত্যাগ আমার চোখ এড়ায় না!
অথচ খেয়াল করলে দেখবেন, কিভাবে যেন এরা হয়ে যান আমাদের আটপৌরে জীবনের বাস্তবতা!এদের অবদান গুলোর আলাদা কোন নাম থাকেনা!
লবন ঠিকঠাক হওয়া তরকারি কিংবা শার্টে শুকানো ঘামের দাগ হয়ে কখন যে তাদের অবদানগুলো আমাদের চোখের আড়াল হয়ে যায় কেউ কখনো খোঁজ রাখিনা!
কিন্তু সত্যিটা হল, আমাদের দেয়া ছোট্ট ছোট্ট এপ্রুভাল বা এপ্রিসিয়েশন এইসব মানুষগুলোর আসলে খুব দরকার!
আমাদের সম্পর্কগুলো আসলে না শুধু ভাত -কাপড়ের জন্যে বাঁচেনা!বেঁচে থাকে এইসব ছোট্ট ছোট্ট 'এপ্রিসিয়েশন' গুলোর জন্যে- যেগুলো থেকে মানুষ ভালবাসা ,বিশ্বাস,ভরসা, বেঁচে থাকার ইচ্ছে খুঁজে নেয় জীবনে!
কাছের মানুষদের সাথে আমাদের সম্পর্কগুলোকে, সামনের মানুষটার ছোট-বড় কোন অবদানগুলোকে - কোন কিছুকেই আসলে গ্র্যান্টেড ভাবতে নেই। যখন এরা থাকবেনা তখন বুঝবেন, কি হাহাকার! ছায়াটার কত দাম!
ছোট ছোট শব্দ, বাক্য বা ইশারায় হলেও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারার মত কাজটা আসলে যার যার জায়গা থেকে আমাদের প্রত্যকেরই একেকটা বিরাট দায়বদ্ধতা! সব জেনে,সব বুঝেও এই দায়বদ্ধতাটা পালনে কীসে আমাদের এত কার্পণ্যতা - সে হিসেব টা কেন যেন মেলে না!
আপনার কাছের মানুষটিকে মূল্যায়ন করুন।
সম্ভব হলে সেটি প্রকাশ করুন।
Gratitude Exercise করতে পারেন। মাত্র ১ মাস। চেষ্টা করুন রোজ ঘুমাতে যাবার আগে অন্তত ৩ জন মানুষের প্রতি সেই দিনের জন্যে কৃতজ্ঞ হতে। তাদের অবদান যত ছোটই হোক! তাদেরকে জানাতে পারলে খুব ভাল - হয়তো একটা Thank you, অথবা একটা ম্যাসেজ, অথবা অন্য যেকোন gesture! তবে না পারলেও কোন সমস্যা নেই। কল্পনা করুন। নিজেকে বলুন, আপনি তাঁর প্রতি কৃতজ্ঞ!
১ মাস পরে মিলিয়ে দেখবেন স্রেফ কৃতজ্ঞতাবোধ প্র্যাক্টিস করাই আপনাকে কতটা ভাল রেখেছে! নিজে ভাল থাকার অন্য শত ট্রিকস না হয় বাদই দিলাম।
এই লেখাটি পড়তে পড়তে এই মুহূর্তে কি এমন কারো কথা আপনার মাথায় আসছে যার প্রতি আজকের দিনে আপনি কৃতজ্ঞ?
তবে নিজের চোখটা বন্ধ করুন। তার মুখটা কল্পনা করুন & Say Thank you to him/her.
& Also..Let me know about any person of your life to whom you are grateful.
Have a good life In sha Allah.
Much Love.
Collected from Dr.Shusma Reza