নাসির টি হাউস

নাসির টি হাউস all kind of tea solution
(1)

11/07/2023
11/07/2023

জাফলং বিজিবি ক্যাম্প সিঁড়ির নীচ ও বল্লাঘাট থেকে জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা পর্যন্ত পর্যটকদের নৌকা ভাড়া ৬০০(ছয় শত টাকা) প্রতি নৌকা ৬ জন পর্যটক উঠবে, অবশ্যই লাইফ জ্যাকেট পড়বে। কোন পর্যটক হয়রানী শিকার হলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
উপজেলা নির্বাহী অফিসার, গোয়াইনঘাট ০১৭৩০৩৩১০৩৬
ওসি, গোয়াইনঘাট থানা ০১৩২০১১৭৯৬৯
ওসি, ট্যাুরিস্ট পুলিশ, জাফলং
০১৩২০১৫৮৩৫০

11/06/2022

ঢাকা থেকে সিলেট গামী পারাবত এক্সপ্রেক্সক্স ট্রেন এ ভয়াবহ আগুন মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর এলাকায় আজ বেলা ১২:৩০ এ l তিন টি এয়ার কন্ডিশন বগি এবং পাওয়ার কার পুরোপুরি আগুনে পুড়ে গেছে l ফায়ার সার্ভিস প্রানান্ত চেষ্টা করছে l

10/06/2022

অসাধারণ আইডিয়া

হাতীশূড়:-পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে স...
18/05/2022

হাতীশূড়:-

পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।
বৈজ্ঞানিক নামঃ Heliotropium indicum (হেলিওট্রোপিয়াম ইনডিকাম) এবং ইংরেজি নাম 'Indian heliotrope।

হাতিশুর গাছের উপকারিতাঃ

(১)দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

(২)ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।

(৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।

(৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।

(৫) আঘাতজনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।

(৬)যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুড়ের পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভাল হবে।

(৭)টাইফয়েড জ্বরে: টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

(৮) একজিমা:একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

(৯)রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।

(১০) দাঁতের মাড়ি ফোলায়:দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

১১)কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।

(১২)ব্রন: ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

(১৪)ফ্যারিঞ্জাইটিস রোগে – পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।
সংগৃহীত।

03/05/2022

ঈদ মোবারক,

08/02/2022

কালেমার ধ্বনিতে কাঁপে না কেন আজ বেদ্বীনের মসনদের ঔ পাহাড়,
আল্লাহুআকবার আল্লাহুআকবার কন্ঠে তুলে
জাগো আবার,
তবেই মুক্তি বিশ্বময় শান্তি,
স্বর্নযুগে ফিরিবে আরবার।

Address

উপশহর মেইন রোড, শিবগঞ্জ পয়েন্ট
Sylhet

Telephone

+8801719333724

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাসির টি হাউস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাসির টি হাউস:

Videos

Share