20/02/2024
আবার এলাম ফিরে , এই একুশের ভোরে।
তোমরা আছতো ভালো ? ভালো আছো সব ?
সেই তো ফুলাররোড , মেডিকেল ছাত্রাবাস,
আরও দূরে সেই রমনার প্রান্তর।
মনে আছে, মনে আছে সব।
মনে আছে হৃদপিণ্ডের সবগুলো পেশির ঝংকারে,
একটি মধুর গান, 'আমি বাংলায় কথা গাই'।
হে শহীদ , তুমি চলে গেছো সেই বাহান্নতে ,
না , কে বলেছে? তুমিতো বেঁচে আছো আমার মাঝে,
তুমি বেঁচে আছো এখনো ১৬ কোটি বাঙালির মাঝে।
তোমার হাত ধরে এসেছে আমার ''মা'' ডাক খানি,
সেই তোমাকেই আমি কি করে ভুলে যাবো এখনই।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি এ ভুলিতে পারি।