Green Binoy

Green Binoy Green Binoy

7.10.24মাননীয় দীপেন দত্ত , বিশিষ্ট শিক্ষক মহাশয়,তাহার স্বর্গীয় মাতৃদেবী, অঞ্জলি দত্তের মৃত্যু দিবসের এক বছর হল আজ।স্ব...
07/10/2024

7.10.24
মাননীয় দীপেন দত্ত , বিশিষ্ট শিক্ষক মহাশয়,
তাহার স্বর্গীয় মাতৃদেবী, অঞ্জলি দত্তের মৃত্যু দিবসের এক বছর হল আজ।
স্বর্গীয় অঞ্জলি দত্তের স্মৃতির উদ্দেশ্যে, তাহার সুযোগ্য পুত্র দীপেন দত্ত মহাশয়, ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে, ফল দায়ক বৃক্ষরোপণ করে, মৃত্যুবার্ষিকী পালন করলেন।
ধর্মীয় আচার অনুষ্ঠান, জাঁকজমক ভোজের আয়োজন, সবই ক্ষণস্থায়ী, অনুষ্ঠানের রাত কেটে সকাল হলেই সকলেই ভুলে যায়।
কিন্তু বৃক্ষরোপণ অনুষ্ঠান ১০০ বছরের দীর্ঘস্থায়ী, এই গাছগুলি ১০০ বছর জীবিত থাকবে, সমাজকে প্রতিনিয়ত প্রাণবায়ু দান করবে, ফল ফুল সুগন্ধ দান করবে । শত পশুপাখির আশ্রয় স্থল দান করবে।
দিপেন দত্ত মহাশয় যতবার গাছের নিচ দিয়ে
যাবেন ততবার চিন্তা করবেন আমার দ্বারা রোপিতো বৃক্ষ গুলি , মাথার উঁচু করে দাঁড়িয়ে আছে, সমাজকে বিভিন্নভাবে উপকৃত করছে, তাহার বুক পজিটিভ উর্জায় ভরে যাবে। এ এক আলাদা চিরস্থায়ী আনন্দ।
এই মহান কাজের জন্য দীপেন দত্ত মহাশয় কে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই।

আমার সকলের কাছে আহ্বান, প্রত্যেকের জন্মদিনে বিবাহ বার্ষিকীতে পিতৃমাতৃ স্মৃতিতে , বেশি করে বৃক্ষরোপণ করার জন্য, আমাদের পর্যাবরণ সংরক্ষণ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ,
এই নম্বরে ফোন করুন 7908791702

পর্যাবরণ সংরক্ষণ কোচবিহারের পক্ষ থেকে আজ এক  অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, সদর গভমেন্ট হাই স্কুলের অডিটোরিয়াম হলে।১৩ ই অ...
13/10/2023

পর্যাবরণ সংরক্ষণ কোচবিহারের পক্ষ থেকে আজ এক অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, সদর গভমেন্ট হাই স্কুলের অডিটোরিয়াম হলে।
১৩ ই অক্টোবর বেলা 11 টার সময়, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যুতিমান ভট্টাচার্য , আই পি এস
এস. পি কোচবিহার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রী মলয় কান্তি রায়, প্রাক্তন প্রধান শিক্ষক,
উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক গৌতম মজুমদার মহাশয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিনয় দাস পর্যাবরন সংরক্ষণের পক্ষ থেকে।
বিনয় দাসের বক্তব্যের মাধ্যমে জানা যায়.......
এই অভিনব অনুষ্ঠানটি হলো অজানা-অচেনা পরিবেশ সংরক্ষকদের বিশেষ সম্মাননা জ্ঞাপন।
আমরা বুদ্ধিজীবীরা সকলেই বলি প্লাস্টিক রিইউজ, রিফিউজ, রিসাইকেলিং করো বাস্তবে আমরা কিছুই করি না। কিন্তু কিছু গরিব মানুষ পেটের দায়ে প্লাস্টিক কুড়িয়ে কুড়িয়ে কোম্পানিতে পাঠিয়ে দেন তারাই প্রকৃত রিসাইক্লিনার তারাই পরিবেশ সংরক্ষক;
আর যারা ফুচকা বিক্রি করেন, ফুচকা বিক্রির পর দিনের শেষে তাঁদের কাছে তেতুল বীজগুলি বিভিন্ন স্থানে ছিটিয়ে বৃক্ষ সৃষ্টি করেন তারাই প্রকৃত বৃক্ষরোপণকারী তারাই প্রকৃত পরিবেশ সংরক্ষক।
এই ফুচকা ওয়ালা ও প্লাস্টিক ওয়ালাদের বিশেষভাবে সংবর্ধনা দেন এসপি সাহেব নববস্ত্র দিয়ে, ঠিক মহালয়ার একদিন পূর্বে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসপি সাহেব, মলয় কান্তি রায়, গৌতম মজুমদার।
এই অনুষ্ঠানে ১৮ জন দরিদ্র, অবহেলিত, কঠোর পরিশ্রমী মানুষদের নববস্ত্র এবং সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের মাধ্যমে আওয়াজ তোলা হয়- গাছ লাগাও, প্লাস্টিক হাটাও, জল বাঁচাও।
অনুষ্ঠানে বিনয় দাস আহ্বান করেন প্রত্যেক ছাত্রের কাছে যাতে প্রত্যেকে অন্তত একটি করে বৃক্ষের চারা তৈরি করেন। এছাড়াও জলাভূমি বন্ধ করার ক্ষেত্রে প্রতিরোধ করার বিষয় নিয়েও আলোচনা করেন।
আগামী দিনে আমাদের স্বপ্ন কি ভাবে শহরের পাশে একটি প্লাস্টিক রিসাইক্লিন প্ল্যান্ট বসানো যায় ,কি ভাবে এই অবহেলিত মানুষ গুলো কে
তার প্লাস্টিককের উচিৎ মূল্য দেওয়া যায়।
আগামী বছর আমরা চেষ্টা করব প্রত্যেক প্লাস্টিক কুরআনেওয়ালা ব্যক্তিকে একটি করে রিকশা ভ্যান দেওয়ার ।

1887 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় কোচবিহার শহরকে প্রথম পরিকল্পিত নগর হিসেবে রূপায়িত করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। ত...
10/09/2023

1887 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় কোচবিহার শহরকে প্রথম পরিকল্পিত নগর হিসেবে রূপায়িত করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তিনি সেই সময় সমস্ত শহরকে বিভিন্ন ফলের গাছ দিয়ে সাজিয়েছিলেন।জাম তলা জামের গাছে পরিপূর্ণ ছিল, আম তলা ছিল আম গাছে পরিপূর্ণ। লিচু তলায় লিচু গাছের ছিল সম্ভার, তেঁতুল তলায় ছিল তেঁতুল গাছেরা ..... কালের পরিবর্তনে আজ আর সেই সব গাছ দেখা যায় না। সভ্যতার অহংকারে সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে! আমরা মহারাজার সেই আদর্শকে আঁকড়ে ধরে শহরের পুলিশ লাইন চৌপথী থেকে মদনমোহন বাড়ি হয়ে সাগর দিঘীর আম তলা হয়ে দেবী বাড়ি মন্দির পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা) বিভিন্ন ফলের গাছ দিয়ে সাজাতে চেষ্টা চালাচ্ছি।
*09.09.2023 ( 6 am to 10 .30Am)* উপরোল্লিখিত বৃক্ষরোপণ অভিযান শুরু করলাম , 37 টি ফলের গাছ ও কিছু নিম গাছ লাগিয়ে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোচবিহার পৌরসভার পৌরপতি মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং ভারতীয় সেনাবাহিনীর অফিসার ওকার সিং কিছু সেনা জওয়ানগন।
এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিতি কুড়িজন যার মধ্যে রয়েছেন কুচবিহার পর্যাবরণ সংরক্ষণের সদস্য গণ
এবং কয়েকজন গুড মর্নিং টিমের সদস্যেরা।
এই অভিযানের উদ্যোক্তা ছিলেন বিনয় দাস এবং তার সাথীগন।
বিনয় দাস ও তাঁর সাথীগন প্রতিদিন এই বৃক্ষরোপনে বৃক্ষ পরিচর্যা ৩৬৫ দিনেই করে থাকেন সকাল 5 থেকে 8 পর্যন্ত।
শীত গ্রীষ্ম বর্ষা কে উপেক্ষা করে তার বৃক্ষের সেবা সাধনা নিরন্তর করে যাচ্ছে।
এই মহান কাজে সহযোগিতা করার জন্য 50 টি লোহার খাঁচা প্রদান করেন, ধনঞ্জয় সিং রাঠোর গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান।
এই সহযোগিতার জন্য গ্রামীণ ব্যাংকের সকল কর্মচারীকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আহ্বায়ক
বিনয় দাস
পর্যাবরণ সংরক্ষণ
9734052011

23/08/2023

आजकल बहुत से लोग वृक्षा रोपण करते हैं लेकिन कितने व्यक्ति वृक्षों को समय-समय पर देखभाल एवं उनपर चर्चा करते है । वर्तमान समय में वृक्षा रोपन करने के साथ साथ उनके देखभाल पर चर्चा करना जरूरी है।उसी तरह जैसे हम अपने पुत्रों का लालन-पालन करते हैं। यह एक गंभीर विषय है इस पर सोचना चाहिए। काजीरंगा फॉरेस्ट चिलापाता फॉरेस्ट गोरूमरा फॉरेस्ट किसने बनाया ? प्राकृतिक रूप से जंगल तैयार हुआ। तब जब मानव उस जंगल का विनाश नहीं किया तब तक ठीक-ठाक था। हरा भरा परिपूर्ण जंगल था। आज मानव सभ्यता के अहंकार के कारण तेजी से जंगल का विनाश किया जा रहा है। इसलिए हमारे पूर्वज ने कहा था वृक्षों रखती रखो तो हो। वृक्ष को रखा करो वो हमको रखा करेगा। ध्यान से देखिए अपने मोहल्ले में कोई खाली प्लॉट अथवा खाली जमीन परा रहता है, तो 5 साल के अंदर जंगल तैयार हो जाता है, अगर किसी ने छेड़छाड़ नहीं किया तो। हम लोग जब बड़े-बड़े सड़क पर चलते हैं , तब दोनों तरफ ध्यान से देखना चाहिए प्राकृतिक रूप बहुत सारे पेड़ पौधे उग जाता है। जैसे कदम शिमूल पेड़ बरगद पीपल छाती आदि के वृक्ष।
यह सब वृक्ष मानव ने रोपण नहीं किया है बल्कि प्राकृतिक रूप से हुआ है, जैसे हवा जब बहुत जोर से बहता है तब शिमूल का रुई के साथ वीजा उड़ता है और बरसात के पानी के सहारे उसके पौधे ऊग जाता है ऐसे बहुत सारे फलों का बीज हवा में उड़ के ऊग जाता है । चिरिया बहुत सारे फल खाते है और उसके बाद मल त्याग करने से इस मल से बहुत सारे पीपल बरगद जैसे पौधे का सृष्टि होता है।
मेरा विचार में चिड़िया मानव से ज्यादा वृक्षारोपण करते हैं।
मानव बिना सोचे जब 100 दिन का काम चलता है तब जंगल सफाई के नाम पर प्राकृतिक पेड़ों को काट दिया जाता है उसके बाद कृत्रिम रूप से पेड़ लगाया जाता है,लोगों को दिखाने के लिए। और सरकारी पैसा को पानी की तरह बहाने के लिए ।मेरे विचार में इस व्यवस्था को तत्काल बंद करना चाहिए।
मेरा सबसे निवेदन है कि। प्राकृतिक रूप से सड़क के किनारे जो पेड़ होता है उसको लालन-पालन करना चाहिए दाल झाटना चाहिए जड़ सफाई करना चाहिए उसी को बड़ा करना चाहिए।
इसलिए कृत्रिम वृक्षारोपण से ज्यादा ध्यान देना चाहिए जो प्राकृतिक रूप से जन्मे पेड़ होते है उसका रक्षा करना चाहिए।
तब ये पेड़ हमें प्राण वायु देगा ,छाव देगा ,फल देगा,फुल देगा ,वसुंधरा को हरा भरा बनाएगा,
आइए वृक्षों को रक्षा करें

কুচবিহার শহরে প্রায় 500 গাছ খাঁচায়বন্দী অবস্থায় ছিল। গাছগুলি অনবরত যন্ত্রণা অনুভব করছিল।ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। ...
28/07/2023

কুচবিহার শহরে প্রায় 500 গাছ খাঁচায়বন্দী অবস্থায় ছিল। গাছগুলি অনবরত যন্ত্রণা অনুভব করছিল।
ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। তাদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল লোহার খাঁচাটি (যাতে তারা আবদ্ধ হয়েছিল)।
যাঁরা ১০ বছর আগে গাছটি লাগিয়েছিল তাঁরা খাঁচাটি খোলার বা পরিষ্কার করার বিষয়ে ভাবেওনি, করেও নি।
আমি গাছের শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য
প্রায় 500 গাছকে মুক্ত করেছি, আধুনিক যন্ত্রের সাহায্যে - সারা বছর ধরে।
আর এই খাঁচা গুলি পুনরায় রিসাইকেলিং করে গাছ লাগানোর কাজে লাগিয়েছি।
এরকম সমস্যা ভারতবর্ষের সমস্ত শহরে দেখা যায়। সকলের কাছে অনুরোধ করছি, এই সমস্যা থেকে গাছগুলিকে রক্ষা করুন। তাদের স্বাভাবিক (প্রাকৃতিক) বৃদ্ধি ও সংরক্ষণ-এ সহায়তা করুন🙏

परोपकाराय फलन्ति वृक्षाः परोपकाराय वहन्ति नद्यः । परोपकाराय दुहन्ति गावः परोपकारार्थ मिदं शरीरम्।হাজরাপাড়া কোচবিহারে, আ...
03/07/2023

परोपकाराय फलन्ति वृक्षाः परोपकाराय वहन्ति नद्यः । परोपकाराय दुहन्ति गावः परोपकारार्थ मिदं शरीरम्।

হাজরাপাড়া কোচবিহারে, আমার রাস্তার ধারে লাগানো জামরুল গাছে সুন্দর ফল হয়েছে।
সকলে এরকম চেষ্টা করুন ফল , ফুল পাবেন প্রান বায়ু পাবেন।

অঝরে ঝড় বৃষ্টি চলছে কয়দিন থেকে। হাওয়ায়  অনেক গাছ পড়ে গেছে, বিনয় দাসের দ্বারা রোপিত বৃক্ষগুলি। সে খবর শুনে আমি বিনয...
19/06/2023

অঝরে ঝড় বৃষ্টি চলছে কয়দিন থেকে। হাওয়ায় অনেক গাছ পড়ে গেছে, বিনয় দাসের দ্বারা রোপিত বৃক্ষগুলি। সে খবর শুনে আমি বিনয় দাস ঘরে চুপচাপ বসে থাকতে পারলাম না। সঙ্গে সুশান্ত হারুন কে ডেকে নিয়ে বৃষ্টির মধ্যে রেনকোট পড়ে , বৃক্ষ পরিচর্যার কর্মকান্ড শুরু করে দিলাম । কি উৎসাহো কি উদ্দীপনা, প্রকৃতি বিপর্যয় আমাদের থামাতে পারেনা!

সকলকে আহ্বান করছি , ঝড় বৃষ্টিতেপড়ে যাওয়া ভেঙে যাওয়া বৃক্ষ গুলির সেবা করি নতুন বৃক্ষরোপণ করি।

বিনয় দাসের আহবানে আজ কিছু খেলোয়ার গন বৃক্ষরোপনের প্রতি , উৎসাহ জাগানোর জন্যবটবৃক্ষ এবং অন্য বৃক্ষ রোপন করলেন রাজবাড়ীর...
31/03/2023

বিনয় দাসের আহবানে আজ কিছু খেলোয়ার গন

বৃক্ষরোপনের প্রতি , উৎসাহ জাগানোর জন্য
বটবৃক্ষ এবং অন্য বৃক্ষ রোপন করলেন রাজবাড়ীর পিছন দিকের মাঠে, লক্ষ্য কুচবিহার শহরের একটি অক্সিন হাব তৈরি করা
সকলকে আহবান করছি আসুন সকলেই এই কর্মযজ্ঞে শামিল হই

শীত ,গ্রীষ্ম ,বর্ষা সমান তালে বৃক্ষ রোপন কার্য চালিয়ে যান বিনয়
13/02/2023

শীত ,গ্রীষ্ম ,বর্ষা সমান তালে বৃক্ষ রোপন কার্য চালিয়ে যান বিনয়

27/01/2023

New Plantation Target 2024

27/01/2023

Address

Hazra Para Coochbehar
Cooch Behar
736101

Telephone

+919734052011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Binoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Binoy:

Videos

Share