07/10/2024
7.10.24
মাননীয় দীপেন দত্ত , বিশিষ্ট শিক্ষক মহাশয়,
তাহার স্বর্গীয় মাতৃদেবী, অঞ্জলি দত্তের মৃত্যু দিবসের এক বছর হল আজ।
স্বর্গীয় অঞ্জলি দত্তের স্মৃতির উদ্দেশ্যে, তাহার সুযোগ্য পুত্র দীপেন দত্ত মহাশয়, ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে, ফল দায়ক বৃক্ষরোপণ করে, মৃত্যুবার্ষিকী পালন করলেন।
ধর্মীয় আচার অনুষ্ঠান, জাঁকজমক ভোজের আয়োজন, সবই ক্ষণস্থায়ী, অনুষ্ঠানের রাত কেটে সকাল হলেই সকলেই ভুলে যায়।
কিন্তু বৃক্ষরোপণ অনুষ্ঠান ১০০ বছরের দীর্ঘস্থায়ী, এই গাছগুলি ১০০ বছর জীবিত থাকবে, সমাজকে প্রতিনিয়ত প্রাণবায়ু দান করবে, ফল ফুল সুগন্ধ দান করবে । শত পশুপাখির আশ্রয় স্থল দান করবে।
দিপেন দত্ত মহাশয় যতবার গাছের নিচ দিয়ে
যাবেন ততবার চিন্তা করবেন আমার দ্বারা রোপিতো বৃক্ষ গুলি , মাথার উঁচু করে দাঁড়িয়ে আছে, সমাজকে বিভিন্নভাবে উপকৃত করছে, তাহার বুক পজিটিভ উর্জায় ভরে যাবে। এ এক আলাদা চিরস্থায়ী আনন্দ।
এই মহান কাজের জন্য দীপেন দত্ত মহাশয় কে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই।
আমার সকলের কাছে আহ্বান, প্রত্যেকের জন্মদিনে বিবাহ বার্ষিকীতে পিতৃমাতৃ স্মৃতিতে , বেশি করে বৃক্ষরোপণ করার জন্য, আমাদের পর্যাবরণ সংরক্ষণ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ,
এই নম্বরে ফোন করুন 7908791702