08/10/2018
আগে যে দুবার পুজোতে বাইরে ছিলাম, সেখানে পুজো হত।
কলকাতার পুজোর সাথে তুলনা করা না গেলেও অস্ট্রেলিয়াতে মেলবোর্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো ভালই জমজমাট।
ইউকের লিডস আর ব্রাডফোর্ডেও দুটো পুজো হত। একটা কলকাতার বাঙালী আর একটা বাংলাদেশের বাঙালীদের পুজো। আর লন্ডনের পুজোতো বেশ নামকরা।
তাই কলকাতার পুজোকে মিস করলেও পুজোকে সেরকম ভাবে মিস করিনি। বরং কোনোকোনো সময়, বিদেশে পুজো যথেস্ট আন্তরিকও মনে হয়েছে।
কিন্তু, এবার লাতিন আমেরিকার এই পোড়া দেশে না আছে পুজো না আছে পুজোর কোনো আমেজ। বাঙালী নিতান্তই কম। তবে আজ মহালয়ার চন্ডীপাঠ হচ্ছে এখানেও। হেডফোনে নয়, স্পিকারে। শুরুতো একদিন করতেই হবে।