10/27/2020
আমি আমার নিজ আত্মীয়ের মাঝেই একজনকে চিনি, যে তার দুই মেয়ের ভবিষ্যতের জন্য ২ রকম টাকা জমিয়ে রেখেছে;
তার কালো মেয়েটার বিয়ের জন্য রেখেছে ১০ লাখ টাকা
আর ফর্সা মেয়েটার বিয়ের জন্য রেখেছে ৫ লাখ টাকা
.. সৌন্দর্যের সংজ্ঞা, সে পাল্টাতে পারেনি
তাকে বললাম, ছোটবেলায় শিখে আসা ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’ এটা তোমার মাথায় ঠিকই আছে কিন্তু “তুমি ফর্সা, তাই বলিয়া আমি সুন্দর হইব না কেন” এটা একবারও তোমার মাথায় আসলো না?
.. আশেপাশে তাকিয়ে দেখো, আমরা সবাই কিন্তু সুন্দর
রাস্তায় তাকিয়ে দেখ যে ছেলেটি দাঁড়িয়ে কচকচ করে লবন দিয়ে শসা খাচ্ছে... সেও সুন্দর
যে শসা বিক্রি করছে, সেও সুন্দর
যে তাকিয়ে শসা খাওয়া দেখছে, সেও সুন্দর
যে ভাবছে, একটা শসা বুঝি খাওয়া যেতে পারে, সেও সুন্দর
যে ১০ টাকা দিয়ে শসা কিনে খেলে দুপুরে কি খাবে ভাবছে, সেও সুন্দর
যে এই লেখাটা পড়ে কল্পনা করছে শসা খাওয়ার দৃশ্য, সেও সুন্দর
.. আমরা সবাই সুন্দর
আমি আগে মনে করতাম “আল্লাহ সবাইকে সব কিছু দেয় না”, ... কিন্তু এখন ভেবে দেখলাম কথাটা ঠিক না
আমি এভাবে ভাবি যে, আল্লাহ সবাইকে ১০ মার্কের জিনিস দেয়; তারমধ্যে হয়তো কাউকে গায়ের রং এ দিলো ৬... মানবিক গুণাবলীতে দিলো ২ আর বাকি ২ দিলো তার মস্তিষ্ককে ... টোটাল গিয়ে দাঁড়ালো ১০
আবার যে গায়ের রং এ কম পেলো, সে হয়ত বাকি দুটোতে বেশী পেলো; যেমন নেলসন মেন্ডেলা... বা, আমাদের শাইখ সিরাজ... বা, স্যার ফযলে হাসান আবেদ
তারা কি সুন্দর না?
অবশ্যই সুন্দর
.. তাহলে সুন্দরের সংজ্ঞা কি?
ভিতর-বাহির, সব কিছু মিলিয়েই হয় সৌন্দর্য
আবার এটাও না যে সাদা মানেই গাধা আর কালো মানেই ভালো
আমি সাদাদের গাধা বলছি না... বরং গাধা বলছি তাদের, যারা একজন ফর্সা মানুষকে শসা খেতে দেখলেই কেবল সৌন্দর্য খুঁজে পায়
.. আজকে সকাল থেকে আমার যার সাথেই দেখা হচ্ছে, তাকেই আমি সুন্দর বলছি
বাসার কাজে হেল্প করে যে পিচ্চি ছেলেটা, তাকে আসার আগে বললাম, ‘কি রে তুই তো সুন্দর আসস’
অফিসে এসে বাসায় ফোন দিয়ে শুনলাম, সে নাকি আজ একটাও গ্লাস ভাঙ্গেনি
অফিসের মালিকে বললাম ‘বাহ আপনাকে সুন্দর লাগছে তো’
“স্যার কালকেই প্যান্ট ধৌত করেছি... এর জন্যই বোধয় আমাকে সুন্দর লাগছে”
একটু আগে অফিস থেকে একটা কাজে বের হওয়ার সময় দেখি তার প্যান্ট আবার ময়লা হয়ে গেছে... কিন্তু মুখে আছে উজ্জ্বলতা
তারমানে হয়ত সে আজকে খুশি মনেই তার কাজ করেছে... গতকালের ধৌত প্যান্টের পরোয়া করেনি
মালি আবার যেয়ে আমার ড্রাইভারকে বলল, ‘তুই ও কিন্তু কম সুন্দর না’
সেই ড্রাইভার যেয়ে পিওনকে বলল, ‘কি রে নর সুন্দর, চা খাওয়া... চিনি কম দিস, তুই যে সুইট, চিনি কম দিলেও সই’
আজ আমার অফিসে সবাই সুন্দর...
সবার মুখ দিয়ে আলো বের হচ্ছে
এটাই তো সৌন্দর্য ... না?
একটু আগে অফিসের ক্লিনার বুয়াকে দেখলাম লিফটের আয়নায় দাঁড়িয়ে নিজে নিজে হাসছে
কারণ আজকে তাকে ৪ জন সুন্দর বলেছে
আজকে আমি আমার অফিসে শুরু করেছি... কাল আপনি আপনার বাসায় করবেন... পরশু আপনার বোন তার ইউনিভার্সিটিতে শুরু করবে
“সৌন্দর্যের সংজ্ঞা... আমরাই পাল্টে দিবো”
বিন্দুটা আমি-আপনিই আঁকি, বৃত্তটা নাহয় সবাই মিলেই গড়ে নেব
-----------:-
written by Arif R Hossain