MalaBadal-মালাবদল

MalaBadal-মালাবদল MALABADAL will help find a compatible life partner whether someone is single, divorced, or a widow. Please send Biodata with all your correct information.
(1)

Worldwide Matrimonial Matchmaker, specialized in Bangladeshi, Indian and Pakistani communities. Also, send any recent close-ups and full pictures of the prospect along with family pictures via email only. Feel free to call or message me at +1 832-701-3932 or Inbox in Facebook Messenger if have any questions.

04/20/2023

একই অবস্থা বাংলাদেশের ও🥹 পাত্ররা গেলো কই?!?!😅

03/25/2023

আমেরিকান সিটিজেন যথাক্রমে ৫২. ৫০ ও ৪২ বছর বয়সের ডিভোর্সি পাত্রীদের জন্য বাংলাদেশি মুসলিম পাত্র চাই!!! পাত্র আমেরিকায় সেটেল্ড হতে হবে!!

01/05/2023

USA citizen je kono boyoshi available doctor patro thakle aawaj diben please!!!

07/15/2022

!!!পাত্র চাই!!!
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাসরত পাত্রীর(২৮) জন্য স্হানীয় পাত্র প্রয়োজন!!

04/05/2022

নিউইয়র্কে বসবাসকারী ডাক্তার বাবা-মায়ের একমাত্র কন্যা ডাক্তার পাত্রীর(30) জন্য নিউইয়র্কে স্হায়ী ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র প্রয়োজন।।

03/18/2022

👉পাত্র চাই👈
২৮-৩২ বছর বয়সের অবিবাহিত বাংলাদেশী ইঞ্জিনিয়ার নামাজি আমেরিকা আসতে ইচ্ছুক, ছবি ও জীবনবৃত্তান্ত সহ ইনবক্স করুন।

03/09/2022

👉পাত্রী চাই👈
বাংলাদেশে বসবাসরত ৪৫-৫৫ বছর বয়সের নির্ঝঞ্ঝাট বিধবা মহিলা আমেরিকা আসতে ইচ্ছুক সত্বর যোগাযোগ করুন!!

12/09/2021
07/28/2021
07/28/2021
05/15/2021

Eid Mubarak ⭐️🌙 to all my friends and family❤️

😀😃😄😁😆😂😜😩
01/10/2021

😀😃😄😁😆😂😜😩

12/18/2020

🥢🌂একটি ঘটক(পাখি আপা) কাহিনী🌂🥢

আলহামদুলিল্লাহ্! পরম করুনাময়ের হুকুমে এই অধম বান্দার উছিলায় গড়ে প্রতি সপ্তাহে অন্তত তিন জোড়া হাত এক হইতেছে 👩‍❤️‍👨

কে জানিতো সমাজের চোখে হেয় প্রতিপন্ন এই পেশাটি অবশেষে নেশা ও পেশায় রূপ লইবে ?
বর্তমান অনলাইন নির্ভর যুগে ঘটকের এহেন চাহিদা একেবারে কল্পনাতীত!

বিচিত্র এই ধরিত্রীতে যাহার নিজের জোড় বাঁধেনা তাহার দ্বারা জোড়-বন্ধনের এক অভূতপূর্ব কৌশল মহাপরিকল্পনাকারীর এবং অবশ্যই তিনি যখন বলেন “হও” আর তা হইয়া যায়.....🙏 আমিন!!

বিনীত
মালিহা চৌধুরী মালালালালা😊

11/30/2020

কানাডা / ইউএসএ বসবাসরত হিন্দু পাত্র চাই💕

⬇️পাত্রীর বিবরণ⬇️

Height: 5’8”
Age: 25
Complexion: Fair
Education: MA in Information science & library management 2020
*Canadian Citizen

11/02/2020

You’re absolutely right!!!

10/31/2020

বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছে "ইয়ো ইয়ো মধু শিং"। মধু এবার পাত্রীর বাবার মুখোমুখি...
--ভালো আছো বাবা??
--ইয়ো... আঙ্কোল...
--আমি তো ভালোই আছি, তুমি ভালো আছো??
--ইয়ো ইয়ো...
--বললাম তো আমি ভালো। বাট ইউ??
--ইয়ো... আম্ফাইন ঠু....
--তো বাবা, মেয়ে তো দেখলা... মেয়ে কি পছন্দ হয়েছে???
--আবার জিগায়...
--বললাম যে, মেয়ে কি পছন্দ হয়েছে??
--আবার জিগায়...
--(আরো জোরে) মেয়ে কি পছন্দ হয়েছে??
--আবার জিগায়...
--ধুউর.... আর কয়বার জিগামু?? পোলা দেখি কানে শুনে না... এই বয়রা পোলার কাছে মাইয়া বিয়া দিমু??? অই উঠো সবাই... এই পোলার কাছে মাইয়া বিয়া দিমু না...
বেচারা মধুর বিয়েটা গেল ভেঙ্গে.... পাত্রীর বাবা তো আর জানে না যে, এগুলো বর্তমান প্রজন্মের শব্দ। কালের পরিক্রমায় "হ্যাঁ" পরিবর্তিত হয়ে "ইয়ো ইয়ো" হয়ে গেছে... আর "অবশ্যই" হয়েছে "আবার জিগায়"।

যদিও এই "আবার জিগায়" এর শাব্দিক অর্থ দাঁড়ায় "পূনরায় জিজ্ঞাসা করে"। কিন্তু, এটার সাথে "অবশ্যই" এর সম্পর্ক কোথায়, তা আমার মাথায় ঢুকে না।

আরো কিছু উদ্ভট শব্দের ব্যবহার আমার মাথায় ঢুকে না। যেমন, "অস্থির" শব্দটি দ্বারা বোঝায়, যা স্থির না... অথবা গতিশীল কোন বস্তু। কিন্তু, অনেকেই স্থির কোন ছবির প্রশংসা করতে গিয়ে কমেন্ট করে "অস্থির"। বুঝিনা, এরা ছবিতে কোনদিকের নড়াচড়া দেখে বলে "অস্থির"...
"জটিল", "কঠিন" এই বিশেষণগুলো সাধারণত "দুর্বোধ্য" বা "কষ্টসাধ্য" কোন বিষয়কে বোঝায়। কিন্তু, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা কোন কিছুর প্রশংসা করতে "দারুন" বা "চমৎকার" এর পরিবর্তে ব্যবহার করে "জটিল", "কঠিন" ইত্যাদি। তাহলে বিভিন্ন হারবাল সেন্টারের বিজ্ঞাপনে "জটিল ও কঠিন রোগ" বলতে কি "দারুণ ও চমৎকার রোগ" বোঝায়??

যাই হোক, মধু পরপর দুইবার এস.এস.সি পরীক্ষায় গণিতে ফেল করার পর শেষবারের মত পরীক্ষা দিতে গিয়েছিলো। ছেলেকে নিয়ে তার বাবারও বুক ভরা স্বপ্ন। বাবার স্বপ্ন পূরণ করতে শেষ বছর কঠোর পরিশ্রম করে পড়াশুনা করেছে। পরীক্ষা দিতে গিয়ে দেখে প্রশ্ন খুবই সহজ... এবার নিশ্চিত এ প্লাস। যাহোক, ফুল অ্যান্সার করে খুব ভালো পরীক্ষা দিয়ে বাবার সামনে এসে হাজির...

--বাবা, পরীক্ষা কেমন হইছে??
--আব্বু, পরীক্ষা তো সেইরকম হইছে...
("সেইরকম" শব্দটা শুনেই বাবার কলিজায় কামড় দিয়ে উঠলো... সেইরকম মানে নিশ্চয়ই গত দুইবারের মত... তার মানে সব আশা ভরসা শেষ... হার্টবিট বেড়ে গেলো বাবার।)

--কি বলো বাবা, প্রশ্ন কেমন হইছে??
--ওহ... আব্বু... এইবার তো জট্টিল প্রশ্ন হইছে।
(অঁ... প্রশ্ন জটিল হয়েছে... মানে পোলা প্রশ্নের কিছুই বুঝেনাই... চিনচিন ব্যথা শুরু হয়ে গেল বুকে।)
--এইগুলা কি বলো বাবা, সত্যিই কি পরীক্ষা ভালো হয়নাই??
--পরীক্ষা তো বেসম্ভব ভালো হইছে বাবা। কঠিন একটা পরীক্ষা দিয়া আসছি... আমি তো পুরাই পাঙ্খা....
("বেসম্ভব ভালো", "কঠিন পরীক্ষা", "পুরাই পাঙ্খা"... এইগুলা শুইনা বেচারা আবেগে হার্ট অ্যাটাক করে মইরা গেলো...)
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ শব্দের বিকৃত ব্যবহার অন্যের মৃত্যু ঘটায়।

তাই, স্টাইলিশ গাইজ.... শব্দের বিকৃত ব্যবহার করো ভালো কথা... তয় খুপ খিয়াল কৈরা...
-লিখেছেনঃ ভাসন্ত সরোজিনী

10/27/2020

আমি আমার নিজ আত্মীয়ের মাঝেই একজনকে চিনি, যে তার দুই মেয়ের ভবিষ্যতের জন্য ২ রকম টাকা জমিয়ে রেখেছে;

তার কালো মেয়েটার বিয়ের জন্য রেখেছে ১০ লাখ টাকা

আর ফর্সা মেয়েটার বিয়ের জন্য রেখেছে ৫ লাখ টাকা
.. সৌন্দর্যের সংজ্ঞা, সে পাল্টাতে পারেনি

তাকে বললাম, ছোটবেলায় শিখে আসা ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’ এটা তোমার মাথায় ঠিকই আছে কিন্তু “তুমি ফর্সা, তাই বলিয়া আমি সুন্দর হইব না কেন” এটা একবারও তোমার মাথায় আসলো না?
.. আশেপাশে তাকিয়ে দেখো, আমরা সবাই কিন্তু সুন্দর

রাস্তায় তাকিয়ে দেখ যে ছেলেটি দাঁড়িয়ে কচকচ করে লবন দিয়ে শসা খাচ্ছে... সেও সুন্দর

যে শসা বিক্রি করছে, সেও সুন্দর

যে তাকিয়ে শসা খাওয়া দেখছে, সেও সুন্দর

যে ভাবছে, একটা শসা বুঝি খাওয়া যেতে পারে, সেও সুন্দর

যে ১০ টাকা দিয়ে শসা কিনে খেলে দুপুরে কি খাবে ভাবছে, সেও সুন্দর

যে এই লেখাটা পড়ে কল্পনা করছে শসা খাওয়ার দৃশ্য, সেও সুন্দর
.. আমরা সবাই সুন্দর

আমি আগে মনে করতাম “আল্লাহ সবাইকে সব কিছু দেয় না”, ... কিন্তু এখন ভেবে দেখলাম কথাটা ঠিক না

আমি এভাবে ভাবি যে, আল্লাহ সবাইকে ১০ মার্কের জিনিস দেয়; তারমধ্যে হয়তো কাউকে গায়ের রং এ দিলো ৬... মানবিক গুণাবলীতে দিলো ২ আর বাকি ২ দিলো তার মস্তিষ্ককে ... টোটাল গিয়ে দাঁড়ালো ১০

আবার যে গায়ের রং এ কম পেলো, সে হয়ত বাকি দুটোতে বেশী পেলো; যেমন নেলসন মেন্ডেলা... বা, আমাদের শাইখ সিরাজ... বা, স্যার ফযলে হাসান আবেদ

তারা কি সুন্দর না?

অবশ্যই সুন্দর
.. তাহলে সুন্দরের সংজ্ঞা কি?

ভিতর-বাহির, সব কিছু মিলিয়েই হয় সৌন্দর্য

আবার এটাও না যে সাদা মানেই গাধা আর কালো মানেই ভালো

আমি সাদাদের গাধা বলছি না... বরং গাধা বলছি তাদের, যারা একজন ফর্সা মানুষকে শসা খেতে দেখলেই কেবল সৌন্দর্য খুঁজে পায়
.. আজকে সকাল থেকে আমার যার সাথেই দেখা হচ্ছে, তাকেই আমি সুন্দর বলছি

বাসার কাজে হেল্প করে যে পিচ্চি ছেলেটা, তাকে আসার আগে বললাম, ‘কি রে তুই তো সুন্দর আসস’

অফিসে এসে বাসায় ফোন দিয়ে শুনলাম, সে নাকি আজ একটাও গ্লাস ভাঙ্গেনি

অফিসের মালিকে বললাম ‘বাহ আপনাকে সুন্দর লাগছে তো’

“স্যার কালকেই প্যান্ট ধৌত করেছি... এর জন্যই বোধয় আমাকে সুন্দর লাগছে”

একটু আগে অফিস থেকে একটা কাজে বের হওয়ার সময় দেখি তার প্যান্ট আবার ময়লা হয়ে গেছে... কিন্তু মুখে আছে উজ্জ্বলতা

তারমানে হয়ত সে আজকে খুশি মনেই তার কাজ করেছে... গতকালের ধৌত প্যান্টের পরোয়া করেনি

মালি আবার যেয়ে আমার ড্রাইভারকে বলল, ‘তুই ও কিন্তু কম সুন্দর না’

সেই ড্রাইভার যেয়ে পিওনকে বলল, ‘কি রে নর সুন্দর, চা খাওয়া... চিনি কম দিস, তুই যে সুইট, চিনি কম দিলেও সই’

আজ আমার অফিসে সবাই সুন্দর...

সবার মুখ দিয়ে আলো বের হচ্ছে

এটাই তো সৌন্দর্য ... না?

একটু আগে অফিসের ক্লিনার বুয়াকে দেখলাম লিফটের আয়নায় দাঁড়িয়ে নিজে নিজে হাসছে

কারণ আজকে তাকে ৪ জন সুন্দর বলেছে

আজকে আমি আমার অফিসে শুরু করেছি... কাল আপনি আপনার বাসায় করবেন... পরশু আপনার বোন তার ইউনিভার্সিটিতে শুরু করবে

“সৌন্দর্যের সংজ্ঞা... আমরাই পাল্টে দিবো”

বিন্দুটা আমি-আপনিই আঁকি, বৃত্তটা নাহয় সবাই মিলেই গড়ে নেব

-----------:-
written by Arif R Hossain

10/24/2020

আমার “যুগলবন্দী”👩‍❤️‍👨 পেজ থেকে ১২ নম্বর বিয়ের ঘটকালী সার্থক হতে যাচ্ছে ইনশাল্লাহ্!

A dozenth attempt is going to be success for marriage by my matchmaking page “Jugalbandhi”👩‍❤️‍👨 InshaAllah!

10/24/2020

আমার 👩‍❤️‍👨 “যুগলবন্দী”র ১২ নম্বর বিয়ের ঘটকালী সার্থক হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ্!!

A dozenth attempt is going to be success for marriage by my 👩‍❤️‍👨 matchmaking page“Jugalbandhi” Alhamdulillah!

এই মহাব্রক্ষাণ্ডে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি যখন বলেন “হও” আর তা হয়ে যায় এবং একমাত্র তাঁরই ইচ্ছায় পৃথিবীর সকল মানুষে...
10/08/2020

এই মহাব্রক্ষাণ্ডে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি যখন বলেন “হও” আর তা হয়ে যায় এবং একমাত্র তাঁরই ইচ্ছায় পৃথিবীর সকল মানুষের জন্ম-মৃত্যু ও বিয়ে হয়; তবে বিয়েটা তাঁর দ্বারা নির্ধারণ হলেও এটি ঘটাতে তিনি একটি মাধ্যম বা উছিলা তৈরি করে দেন যাকে আমরা এককথায় বলি ঘটক বা Match maker👩‍❤️‍💋‍👨

এই গুরুত্বপূর্ণ নেশা বা পেশার ব্যক্তিটির মধ্যস্থতায় দু’টি সামন্জস্যপূর্ণ পরিবারের মধ্যে মেলবন্ধন তৈরি হয়ে এর বিস্তৃতি ঘটে।

তো নিতান্তই শখের বশে আমি আমার ছাত্রাবস্থা থেকেই এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছি। মাঝে অনেকগুলো বছর অনিবার্য কারনে দূরে সরে থাকলেও আবার বেশ জোরেসোরেই শুরু করলাম!

এ পর্যন্ত ১১x২=২২ জনকে “যুগলবন্দী” করেছি এবং ৪ জোড়া হওয়ার পথে 💕 ইনশাআল্লাহ!!

*নিচের ছবিগুলো আমি সর্বপ্রথম যে ঘটকালী করেছিলাম আমার বান্ধবী Ferdousi begum বেবীর বিয়ের (২রা জুন ১৯৮৯)*আমি বরের Nayeem Rashid পাশে পিকক-ম্যাজেন্টা ল্যাহেঙ্গা পরা।
এখন ওর ছেলের জন্য পাত্রী খোঁজার সময়! তাই ওদের বর্তমান ছবিও দিলাম😍

*বন্ধুরা, পাত্র-পাত্রীর(অবিবাহিত,ডিভোর্সি, উইডো) প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমার এই ”Jugalbandhi”পেইজে।

🙏 মালিহা চৌধুরী মালা
টেক্সাস, ইউ.এস.এ

This beautiful world we live in and the mesmerizing universe was created with a simple word “BE”. As we believe the crea...
10/02/2020

This beautiful world we live in and the mesmerizing universe was created with a simple word “BE”.

As we believe the creator also determined our birth, death, and marriage. When it comes to marriage there always seem to be a medium or a matchmaker.

Matchmaking is an important task of uniting two families of a lifelong commitment. I love being a matchmaker and doing so passionately since my student days. What was once a passion has now turned into my profession.

I have been fortunate enough to unite 22 families through 11 successful marriages. I am so happy to introduce my very first matchmaking. These pictures are from June 2, 1989, and I am right next to the bride. This young couple has now become a beautiful family with three sons.

**I have many great contacts and would love to be on your side in your quest to find the perfect match. Please contact me via DM or Email🙏

Address

Houston, TX

Telephone

+18327013932

Website

Alerts

Be the first to know and let us send you an email when MalaBadal-মালাবদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MalaBadal-মালাবদল:

Share