Cric Talk Im

Cric Talk Im ক্রিকেটের সাথে থাকুন। মন্তব্য করুন গ?

23/11/2022

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল ২০২৩ খেলবেন হাসান মাহমুদ।

23/11/2022

বিপিএল ২০২৩, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে লিটন দাস।

23/11/2022

ঢাকা ডোমিনেটরসে মোহাম্মদ মিঠুন।

23/11/2022

সিলেট স্ট্রাইকার্সে মুশফিকুর রহিম।

23/11/2022

রংপুর রাইডার্সে শেখ মেহেদি হাসান।

23/11/2022

ফরচুন বরিশালের হয়ে বিপিএল ২০২৩ এ মাঠ মাতাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

23/11/2022

ফরচুন বরিশালের হয়ে বিপিএল ২০২৩ খেলবেন মেহেদি হাসান মিরাজ।

21/10/2022
12/10/2022

৪৪ বলে ৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। একা লড়াই করেও ম্যাচ হারতে হয়েছে।

07/10/2022

Post Match: Sohan

রুশোর সেঞ্চুরি, অত:পর ভারতের হার‼️ইন্দোর স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে রাইলি রুশোর ঝড়ো ৪৮ বলে ১০০ রান...
04/10/2022

রুশোর সেঞ্চুরি, অত:পর ভারতের হার‼️

ইন্দোর স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে রাইলি রুশোর ঝড়ো ৪৮ বলে ১০০ রানের অপরাজিত সেঞ্চুরিতে ৩ উইকেটে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা। ৮টি ছক্কা ও ৭টি চারে সাজানো ছিলো রুশোর ইনিংসটি। জবাবে ১৮.৩ ওভারে ১৭৮ রানেই অল আউট হয়ে যায় ভারত। এতে ৪৯ রানের বিশাল ব্যাবধানে জয় পায় সাউথ আফ্রিকা।

প্লেয়ার অফ দা ম্যাচ রাইলি রুশো। 💪❣️

বাংলাদেশের একজন ক্রিকেটারের স্ট্রাইক রেট ১৪৭.২! কি বিশ্বাস হয়?বিশ্বাস না হওয়ারি কথা। যিনি পাকিস্তানের বিপক্ষে ১৪৪.৮৯ স্ট...
17/09/2022

বাংলাদেশের একজন ক্রিকেটারের স্ট্রাইক রেট ১৪৭.২! কি বিশ্বাস হয়?
বিশ্বাস না হওয়ারি কথা। যিনি পাকিস্তানের বিপক্ষে ১৪৪.৮৯ স্ট্রাইক রেটে ৪৯ বলে ৭১ রান করার পরের ম্যাচে বাদ পরে যায়। যার উত্তর অজানা। আপনার যদি ইমপ্যাক্ট প্লেয়ারই দরকার হয় তাহলে তিনি কি দোষ করলো? একটি টি২০ ক্রিকেটারের যে গুনগুলি থাকা দরকার তার সবটাই তার মধ্যে আছে। দুঃখের বিষয় তাকে ২০১২ সালের পর আর সুযোগ দেওয়া হয় নি। এখন আপনি মনে মনে ভাবছেন ক্রিকেটারটা কে? একটু পরে বলছি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭ ম্যাচে ২২.৭ গড়ে ১৪৭ স্ট্রাইক রেটে করেন ১৫৯ রান।

বিপিএল এ ৪৫ ম্যাচে ২২.৭৩ গড়ে ১২৬.৮২ স্ট্রাইক রেটে করেন ৯৫৫ রান।

আর এই খেলোয়াড়টির নাম জুনায়েদ সিদ্দিকী। Junaid Siddique

এখন অনেকে বলতে পারেন তার বয়স হয়ে গেছে। তার বয়স এখন ৩৪। আপনিকি জানেন সদ্য প্রকাশিত সেরা ১০ জন টি-২০ ব্যাটসম্যানের মধ্যে ৬ জনেরই বয়স ৩০ এর উপর। এবং আর মজার বিষয় ৬ জনের মধ্যে ২ জনের বয়স জুনায়েদ সিদ্দিকীর থেকে বেশি। তবে এটা সত্যি তিনি একজন অবহেলিত ক্রিকেটার।

Post by : Untold Story

ভাঙা কাঁচের সাথে লেগে; সুস্থ হতে সময় লাগবে ২ সপ্তাহ...
17/09/2022

ভাঙা কাঁচের সাথে লেগে; সুস্থ হতে সময় লাগবে ২ সপ্তাহ...

শান্তকে দলে নেওয়ায় বেশ অবাক হয়েছিলাম। কিন্তু একটু পরিসংখ্যান দেখার পরে মনে হলো শান্তকে স্কোয়াড এ নেয়া যৌক্তিক ছিলো। পরিস...
17/09/2022

শান্তকে দলে নেওয়ায় বেশ অবাক হয়েছিলাম।
কিন্তু একটু পরিসংখ্যান দেখার পরে মনে হলো শান্তকে স্কোয়াড এ নেয়া যৌক্তিক ছিলো।
পরিসংখ্যান এ দেখা যায় নান্নু ভাই তার পুরো ক্যারিয়ার এ ১ টি ছক্কা ও মারতে পারেন নি
অথচ মাত্র অল্প কিছু ম্যাচ খেলেই শান্ত ১ টি ছক্কা মেরেছেন যা দেখে প্রধান নির্বাচক আবেগে আপ্লুত হয়ে শান্তকে দলে অন্তর্ভুক্ত করেছেন।

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল মাতানো জ্যাকস
06/09/2022

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল মাতানো জ্যাকস

মূলত বাউন্সি উইকেটে সৌম্যের দারুণ পারফরম্যান্স'ই তাকে তিন জাতির এই টুর্নামেন্টের দলে যুক্ত করার মূল কারণ। শুধু তাই নয়, অ...
06/09/2022

মূলত বাউন্সি উইকেটে সৌম্যের দারুণ পারফরম্যান্স'ই তাকে তিন জাতির এই টুর্নামেন্টের দলে যুক্ত করার মূল কারণ। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও থাকছেন বাউন্সি উইকেটে - নিজের দিনে যে'কোন বোলার'কে বাউন্ডারি ছাড়া করার সক্ষমতা রাখা এই ওপেনার!
বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত হতে যাওয়া আসন্ন নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই ত্রিদেশীয় টুর্নামেন্ট'টি সৌম্য সরকারের জন্যও একটি প্রস্তুতির মঞ্চ। সিরিজে ভাল পারফরম্যান্স করে বিশ্বকাপে যেতে পারলে সৌম্য ও বাংলাদেশ দল, উভয় পক্ষ'ই লাভবান হবে।
আশা করি, সৌম্য সরকার টিম ম্যানেজমেন্টের
আস্থার যথাযথ প্রতিদান দিবেন।

একজন ক্রিকেটার যিনি অলরাউন্ডার তো ননই, বোলিং স্পেশালিস্ট নন, ফিল্ডিং স্পেশালিস্ট নন, এমনকি তাকে ব্যাটিং স্পেশালিস্টও বলা...
06/09/2022

একজন ক্রিকেটার যিনি অলরাউন্ডার তো ননই, বোলিং স্পেশালিস্ট নন, ফিল্ডিং স্পেশালিস্ট নন, এমনকি তাকে ব্যাটিং স্পেশালিস্টও বলা যাবে না; তারপরও তিনি হলেন একাদশের অটোমেটিক চয়েস!
তিনি শুধু ৬ মারতে পারদর্শী। তিনি সিক্স স্পেশালিস্ট। প্রত্যেক দিন প্র্যাকটিসে ১০০র বেশি ছয় মারেন, মাঠে ম্যাচের দিনে যাতে ৫-৬টা মারা যায়।
তিনি আসিফ আলি। কখনো তিনি হিরো, কখনো জিরো। তবু টি টোয়েন্টি ক্রিকেটে এটা পাকিস্তানের তৈরী নতুন একটা ডাইমেনশন। এটা ভবিষ্যতে আরো অনেকে অনুসরন করবে। কিন্তু শুরুটা পাকিস্তান করে দিয়ে গিয়েছিল।

মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ডের মাইনর কাউন্টি ক্রিকেট লিগে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ২১ ইনিংসে ১১২৭ রান।অভিনন্দন ট...
06/09/2022

মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ডের মাইনর কাউন্টি ক্রিকেট লিগে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ২১ ইনিংসে ১১২৭ রান।
অভিনন্দন টাইগার ক্রিকেটের প্রথম সুপারস্টার।

হকি টুর্নামেন্টে দল কিনলেন সাকিব। বিপিএলেও দল কিনতে বিসিবির কাছে আবেদন করেছে সাকিবের মোনাক মার্ট
06/09/2022

হকি টুর্নামেন্টে দল কিনলেন সাকিব। বিপিএলেও দল কিনতে বিসিবির কাছে আবেদন করেছে সাকিবের মোনাক মার্ট

ভারত-পাকিস্তান ম্যাচের সময়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে নামাজ-রত দুই দেশের সাপোর্টাররা। সাপোর্ট, দেশ, জাতি ভিন্ন হলেও ইসলাম...
06/09/2022

ভারত-পাকিস্তান ম্যাচের সময়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে নামাজ-রত দুই দেশের সাপোর্টাররা।
সাপোর্ট, দেশ, জাতি ভিন্ন হলেও ইসলাম সবাইকে এক-সুতায় নিয়ে আসে।

লিটন: সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। এটা যেমন চিরন্তন সত্য, আমি একটা জিনিস আবিস্কার করেছি, মিরপুরের উইকেট পরিবর...
06/09/2022

লিটন: সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। এটা যেমন চিরন্তন সত্য, আমি একটা জিনিস আবিস্কার করেছি, মিরপুরের উইকেট পরিবর্তন হবে না। আমি যেটা ফিল করি, যারা ব্যাটসম্যান আছে, তারা মিরপুরের উইকেটে যত কম প্র্যাকটিস করবে, ততই ভালো। এখন মিরপুরে প্র্যাকটিস না করে কোথায় করব? সে ক্ষেত্রে মিরপুরে ক্যাম্প হলে ইনডোরে ব্যাটিং করলে ভালো। সেন্টারে স্ল্যাবের ওপর করতে পারে। বল অন্তত সোজা আসবে। বিদেশে খেলতে গেলে এভাবেই প্রস্তুতি নেওয়া ভালো। আরেকটি বিকল্প হতে পারে চট্টগ্রামে ক্যাম্প করতে পারে। মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেটে ভালো- বলটা সোজা আসে। আমি আজ একাডেমি মাঠে অনুশীলন করালাম, এটা করার জন্য করা। অনেক দিন বসা তাই একটু দেখে নেওয়া। এখানে ব্যাটিং করে আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। মিরপুরের ক্রিকেট আর বাইরের ক্রিকেট সম্পূূর্ণ আলাদা। আমি বিশ্বাস করি, লম্বা ক্যাম্প হলে উইকেট খারাপ হতেই থাকেব। এই মাঠে যত কম প্র্যাকটিস করা যাবে, ততই মঙ্গল। মিরপুরে বেশি ব্যাটিং করলে বডি স্লো হয়ে যাবে। পরবর্তীতে ফাস্ট উইকেট বা স্পোর্টিং উইকেটে খেলতে গেলে পারবে না। রিফ্লেকশন কমে যাবে।
সূত্র:- সমকাল

"অনেক কিছু শেখার আছে, আছে অনেক কিছু শেখানোর...। ছবিটা খুবই হাস্যকর কিন্তু ছবিটার ভেতর খুঁজে পেয়েছি নিজেকে, নিজেকে বাবা ব...
06/09/2022

"অনেক কিছু শেখার আছে, আছে অনেক কিছু শেখানোর...। ছবিটা খুবই হাস্যকর কিন্তু ছবিটার ভেতর খুঁজে পেয়েছি নিজেকে, নিজেকে বাবা বলতে গর্বও হচ্ছে কিছুটা, সব বাবাই এমনটা করেন মনে হয়।
সন্তানের কাছে নিজের প্রতিচ্ছবি হতে পারা জীবনের অনেক অনেক বড় অর্জনের থেকে বেশি আনন্দের।
জীবনটা শুধু জয় আর অর্জনের জন্য আল্লাহ দেন নাই কখনও কখনও দিয়েছেন উপভোগের জন্যও।
ওর স্বাভাবিকতা বাধাগ্রস্ত হওয়ায় সে ভীষণভাবে আপসেট। তাই ওর সাথে ভিন্নভাবে সময় দেওয়ার চেষ্টা মাত্র।" -মাশরাফী বিন মোর্ত্তজা।

বিরাট কোহলির শেষ 30টি টি-টোয়েন্টি ইনিংস:59*, 35, 1, 52, 17, 2*, 9, 57, 80*, 1, 77*, 73*, 0, 85, 9, 11, 38, 11, 45, 26, ...
06/09/2022

বিরাট কোহলির শেষ 30টি টি-টোয়েন্টি ইনিংস:
59*, 35, 1, 52, 17, 2*, 9, 57, 80*, 1, 77*, 73*, 0, 85, 9, 11, 38, 11, 45, 26, 30*, 70*, 19, 94*, 9, 72*, 59, 28, 19, 72*, 24, 61*, 4, 43

একে একে করে সবাই চলে যাচ্ছেটি-২০ তে বাকি রইল ২ জন😭😭
06/09/2022

একে একে করে সবাই চলে যাচ্ছে
টি-২০ তে বাকি রইল ২ জন😭😭

আমেরিকার মাইনর লীগের ট্রফি জিতলেন ইমরুল কায়েস ও তার দল
06/09/2022

আমেরিকার মাইনর লীগের ট্রফি জিতলেন ইমরুল কায়েস ও তার দল

টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য আগামী ১৩ বা ১৪ সেপ্টেম্বর দল ঘোষণা করবে বিসিবি।দলে ফিরতে পারেন সৌম্য সরকার।
06/09/2022

টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য আগামী ১৩ বা ১৪ সেপ্টেম্বর দল ঘোষণা করবে বিসিবি।

দলে ফিরতে পারেন সৌম্য সরকার।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হচ্ছে সাত দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ।এই টুর্নামেন্টে অংশ...
06/09/2022

আগামী ১০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হচ্ছে সাত দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতটি দল হচ্ছে-
বাংলাদেশ, স্কড

ওয়েস্ট ইন্ডিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল নতুন ডাইনামিক লুক.
06/09/2022

ওয়েস্ট ইন্ডিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল নতুন ডাইনামিক লুক.

King Kohli Is Back 🔥এখনো পর্যন্ত এশিয়া কাপের সর্বোচ্চ রানের মালিক এই সিজনে
06/09/2022

King Kohli Is Back 🔥
এখনো পর্যন্ত এশিয়া কাপের সর্বোচ্চ রানের মালিক এই সিজনে

লন্ডনে পরিবার নিয়ে মোহাম্মদ আশরাফুলের ঘুরাঘুরি।
06/09/2022

লন্ডনে পরিবার নিয়ে মোহাম্মদ আশরাফুলের ঘুরাঘুরি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cric Talk Im posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share