Audry Events । অদ্রি ইভেন্টস

Audry Events । অদ্রি ইভেন্টস জীবনের ছোট-বড় ইভেন্টগুলো যতবেশি শৈল্পিক ভাবে উপস্থাপন করা যায় জীবন তত রঙিন এবং বর্ণীল হয়।

জীবন মানেই শিল্প । জীবনের ছোট-বড় ইভেন্টগুলো যতবেশি শৈল্পিক ভাবে উপস্থাপন করা যায় জীবন তত রঙিন এবং বর্ণীল হয়। বিবাহ মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। আপনার বিবাহ অনুষ্ঠানকে শৈল্পিক ভাবে সাজিয়ে তুলতে Art Décor অনন্য |
সাশ্রয়ী মূল্যে সবচেয়ে ভাল সেবা পেতে ও কিছু এক্সক্লুসিভ প্যাকেজের অর্ডার চূড়ান্ত করতে বা যেকোন ধরনের তথ্য জানার জন্য যোগাযোগ: +880 1712 341 865 , +880 1625 550 200/400

05/09/2024

Fun post
হিরো আ'লমকে ক'ঠোর নজরদারিতে রাখুন,
যে কোন সময় জা'তীয় স'ঙ্গীত নিয়ে হাজির হতে পারে!😄

যুক্তরাষ্ট্রের ভাসমান ট্রেনের আবিস্কারক বাংলাদেশী বিজ্ঞানীমার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি পদার্থবিজ্ঞানী প্রফে...
01/09/2024

যুক্তরাষ্ট্রের ভাসমান ট্রেনের আবিস্কারক বাংলাদেশী বিজ্ঞানী
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. আতাউল করিম। তিনি দ্রুতগামী ভাসমান ট্রেন আবিষ্কার করেছেন। ১৯৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে প্রায়ই বাংলাদেশে আসেন। খ্যাতিমান এই বিজ্ঞানীকে নিয়ে লিখেছেন সাইফুর রহমান তুহিন-
জন্ম ও ছাত্রজীবন: ১৯৫৩ সালের ৪ মে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্ম ড. আতাউল করিমের। বাবা ছিলেন ডাক্তার। ড. করিমের পূর্বপুরুষরা ভারতের আসাম ও মেঘালয় থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন। তার মা এদেশে এসেছিলেন বিয়ের পর। ছেলের গৃহশিক্ষক ছিলেন তিনিই। প্রাথমিক ও মৌলিক শিক্ষার জন্য ড. করিম সাতমা প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। এক বছর অধ্যয়ন করেন পাথারিয়া ছোটলেখা হাই স্কুলে। এরপর ভর্তি হন ফৌজদারহাট ক্যাডেট কলেজে, যা তখন ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ নামে পরিচিত ছিল।
১৯৬৯ সালের মাধ্যমিক পরীক্ষায় আতাউল করিম ৬৪,৪৩২ জন পরীক্ষার্থীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেন। ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেটের মুরারিচাঁদ কলেজ থেকে অংশ নিয়ে ৩৯,৮৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম হন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে।
১৯৭৬ সালে বিএসসি (সম্মান) পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলে যান। ভর্তি হন সেখানকার এলাবামা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৭৮ সালে পদার্থবিদ্যায় এবং ১৯৭৯ সালে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন: আতাউল করিম ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের আরকানসা রাজ্যের রাজধানী লিটিল রকের ইউনিভার্সিটি অব আরকানসা তে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি (ওডিইউ) ইন নরফোকের গবেষণা বিভাগের ভাইস-প্রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয় গবেষণা ও উন্নয়ন খাতে প্রতি বছর যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে, তার তত্ত্বাবধান করেন তিনি। এখানে যোগদানের আগে তিনি সিটি কলেজ অব নিউ ইয়র্কের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীনের দায়িত্ব পালন করেন।
সেখানে তিনি নতুন তিনটি বিভাগ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সিটি কলেজ অব নিউ ইয়র্কে যোগদানের আগে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব টেনেসি’র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।
এরও আগে তিনি (১৯৯০-১৯৯৮) ওহাই ও রাজ্যের ইউনিভার্সিটি অব ডাইটনের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং ইলেক্ট্রো-অপটিকস বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন।
২০০১ সাল থেকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কমিটি (আইপিসি) অব ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (আইসিসিআইটি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
২০০৫ সাল থেকে টেকনিক্যাল কমিটি অব ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, টেকনোলজি অ্যান্ড অটোমেশনের (আইইটিএ) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রতিবছর গবেষণা জার্নালে প্রকাশের জন্য লেখা এক ডজনেরও বেশি নিবন্ধ পর্যালোচনা করেন তিনি।
গবেষণা ও লেখালেখি: ড. আতাউল করিমের গবেষণার পরিধি ব্যাপক ও বিশাল। এরমধ্যে রয়েছে- অপটিক্যাল কম্পিউটিং, প্যাটার্ন/টার্গেট রিকগনিশন, নাইট ভিশন, বিভিন্ন প্রকার ডিসপ্লে, ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেমস, সেন্সরস প্রভৃতি। তার গবেষণামূলক কাজের পৃষ্ঠপোষক মার্কিন বিমান বাহিনী, মার্কিন নৌ গবেষণা কেন্দ্র, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, মার্কিন মহাশূন্য গবেষণা কেন্দ্র (নাসা), যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ, ওহিও অ্যারোস্পেস ইনস্টিটিউট, ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স ও রাইট প্যাটারসন এয়ার ফোর্স বেস।
ছাত্রজীবনেই তিনি ৫৭ জন এমএস বা পিএইচডি শিক্ষার্থীর রিসার্চ মেন্টর বা গবেষণা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। লেখালেখিতেও যথেষ্ট সফল তিনি। অপটিকস অ্যান্ড ল্যাসার টেকনোলজি ম্যাগাজিনের নর্থ আমেরিকান সম্পাদক তিনি। এছাড়াও তিনি আইইই ট্রানজেকশনস অ্যান্ড এডুকেশনের সহযোগী সম্পাদক, মাইক্রোওয়েভ অ্যান্ড অপটিক্যাল টেকনোলজি লেটারস এবং ওয়ার্ল্ড জার্নাল অব মডেলিং অ্যান্ড সিমুলেশনের সম্পাদনা পরিষদের সাথে জড়িত।
২৪টি বিশেষ সাময়িকীর অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি লিখেছেন ১৮টি পাঠ্য ও রেফারেন্স বই, সাড়ে তিনশ’রও বেশি গবেষণাপত্র, সাতটি বইয়ের অধ্যায়, দশটি গ্রন্থ পর্যালোচনা, অসংখ্য টেকনিক্যাল রিপোর্ট, সম্পাদকীয় প্রভৃতি। তার লেখা বই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।
তিনি ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারস (আইইইই), দ্য অপটিক্যাল সোসাইটি অব আমেরিকা, দ্য সোসাইটি অব ফটো-ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার্স (এসপিআইই), ইনস্টিটিউট অব ফিজিক্স ইন ইউনাইটেড কিংডম ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের নির্বাচিত ফেলো এবং ইউনিভার্সিটি অব এ্যালাবামা সম্মানিত ইঞ্জিনিয়ারিং ফেলো। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুততম ভাসমান ট্রেন চলাচল প্রযুক্তি বাস্তবায়নে ড. আতাউল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পুরস্কার ও সম্মাননা: বিজ্ঞানের জগতে বিশাল অবদানের জন্য অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন ড. করিম। এরমধ্যে ১৯৯৮ সালে আউটস্ট্যান্ডিং ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যাওয়ার্ড, ১৯৯৪ সালে আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, ১৯৯১ সালে অ্যালামনাই অ্যাওয়ার্ড ইন স্কলারশিপ, ১৯৯০ সালে নাসা টেক ব্রিফ অ্যাওয়ার্ড ও আপ অ্যান্ড কামার্স এডুকেশন অ্যাওয়ার্ড, ১৯৯৮ সালে এনসিআর স্টাকেহোল্ডার অ্যাওয়ার্ড প্রভৃতি।
তিনি ‘আমেরিকান ম্যান অ্যান্ড ওম্যান ইন সায়েন্স’, ‘হু’জ হু ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’, ‘হু’জ হু ইন আমেরিকা’, ‘আউটস্ট্যান্ডিং পিপল ইন টুয়েন্টিন্থ সেঞ্চুরি’, ‘ডিকশনারি ইন ইন্টারন্যাশনাল বায়োগ্রাফি’ এবং ‘টু থাউজেন্ড আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্টস’র তালিকাভুক্ত। বাংলাদেশের বিজ্ঞান লেখক মোহাম্মদ কায়কোবাদের ‘মেধাবী মানুষের গল্প’ বইয়ে আতাউল করিমের কৃতিত্বের কথা উল্লেখ আছে।
পারিবারিক জীবন: আতাউল করিম ১৯৭৭ সালে একসময়ের সহপাঠী সেতারাকে বিয়ে করেন। সেতারা করিম পেশায় একজন বায়োকেমিস্ট। তারা ভার্জিনিয়া রাজ্যের ভার্জিনিয়া বিচে থাকেন। তারা এক ছেলে ও দুই মেয়ের জনক-জননী। ছেলের নাম লুৎফি এবং মেয়ের নাম লামিয়া ও আলিয়া।
একজন বিজ্ঞানী হিসেবে ড. আতাউল করিমের অবস্থান আমাদের কাছে স্পষ্ট। ভবিষ্যতে যদি নোবেল পুরস্কারও জিতে যান, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, তার জীবন ও কর্ম সম্পর্কে জানলে আমাদের ভবিষ্যত প্রজন্ম জীবনে বড় হওয়ার অনেক অনুপ্রেরণা পাবে। তবে আজ পর্যন্ত এদেশে ড. করিমকে কোন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়নি। আশা করি সংশ্লিষ্টরা বিষয়টি ভেবে দেখবেন।
লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক। তথ্যসূত্র: জাগো নিউজ।

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন।ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কালসার শিশুটির মৃত্যুর অপ...
12/07/2024

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন।
ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কালসার শিশুটির মৃত্যুর অপেক্ষায়, যেন মারা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে খাবারের ওপর! তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার।
মৃতপ্রায় শিশুটি ১৯৯৩ সালের মার্চ মাসে এক মুঠো খাবারের সন্ধানে দুর্ভিক্ষপীড়িত সুদানের আয়োদ থেকে প্রায় আধা মাইল দূরে জাতিসংঘের একটি খাদ্য বিতরণ কেন্দ্রের দিকে এগোচ্ছিল।
এক পর্যায়ে সে উবু হয়ে মাটিতে মাথা রেখে নিথর হয়ে যায়। তখন একটা ক্ষুধার্ত শকুন লোলুপ দৃষ্টি হেনে শিশুটির মৃত্যুর পর তার মাংস খাওয়ার জন্য প্রতীক্ষা করতে থাকে।
এই ছবি ১৯৯৩ সালের ২৬ মার্চ The New York Times পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ছবিটি সেই সময় সারা দুনিয়াব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ১৯৯৪ সালে ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার জিতেছিল এই ছবি।
ফটোগ্রাফার কেভিন কার্টার পুলিৎজার পুরস্কার জেতার ৪ মাস পর মাত্র ৩৩ বছর বয়সে আত্মহত্যা করেন। পরে জানা যায় ছবিটি তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ছবিটির বিষয়ে কেভিন কার্টার তাঁর ডায়রিতে লেখেন:
"হে সৃষ্টিকর্তা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি কখনোই আমার খাবার নষ্ট করব না তা যতই খারাপ স্বাদের হোক না কেন এবং আমি যতই ক্ষুধার্ত না হই কেন। আমি প্রার্থনা করি যে, তিনি এই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবেন, পথ দেখাবেন এবং তাকে তার দুঃখ থেকে মুক্তি দেবেন। আমি আরো প্রার্থনা করি আমরা আমাদের চারপাশের পৃথিবীর প্রতি আরো সংবেদনশীল হব এবং আমাদের ভেতরের স্বার্থপরতা ও সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না। আমি আশা করি এই ছবি সর্বদা আমাদের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে যে, আমরা (শিশুটির তুলনায়) কতটা ভাগ্যবান এবং আমরা আমাদের জীবনধারণের খাবার কারণ ছাড়াই পেয়ে যাই এমনটা অবশ্যই মনে করব না।"
(কপি পোস্ট)

16/06/2024
এনড্রয়েড ফোনের যাবতীয় কোড* #06 # – IMEI নাম্বার প্রদর্শন করবে।* #* #2664 #* #* – টাচ স্ক্রীন টেস্ট কোড।* #* #0* #* #* ...
13/06/2024

এনড্রয়েড ফোনের যাবতীয় কোড

* #06 # – IMEI নাম্বার প্রদর্শন করবে।
* #* #2664 #* #* – টাচ স্ক্রীন টেস্ট কোড।
* #* #0* #* #* – এলসিডি টেস্ট।
* #* #2664 #* #* – টাচ স্ক্রীন টেস্ট।
* #* #3264 #* #* – র‍্যাম ভার্সন টেস্ট
* #* #34971539 #* #* – ক্যামেরা ইনফর্মেশন।
* #* #232338 #* #* – ওয়াইফাই ম্যাক এড্রেস।
* #* #1472365 #* #* – জিপিএস টেস্ট।
*2767*3855 # – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
* #* #4636 #* #* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
* #* #273282*255*663282* #* #* – সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
* #* #197328640 #* #* – সার্ভিস টেস্ট মোড কোড।
* #* #1111 #* #* – FTA সফটওয়্যার ভার্সন ।
* #* #1234 #* #* – PDA এবং firmware ভার্সন।
* #* #232339 #* #* – Wireless LAN টেস্ট কোড।
* #* #0842 #* #* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
* #12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
* #9090 # – ডায়াগনস্টিক কনফিগারেশন।
* #872564 # – ইউএসবি লগিন কন্ট্রোল।
* #301279 # – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।
* #7465625 # – ফোন লক স্ট্যাটাস।
* #* #7780 #* #* – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855 # – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
* #* #4636 #* #* – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
* #* #273283*255*663282* #* #* – ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
* #* #197328640 #* #* – সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
* #* #7594 #* #* – এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
* #* #8255 #* #* – G Talk সার্ভিস মনিটর কোড।
* #* #34971539 #* #* – ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।
W-LAN, GPS and Bluetooth Test Codes:
* #* #232339 #* #* OR * #* #526 #* #* OR * #* #528 #* #* – W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
* #* #1575 #* #* – আরেকটি জিপিএস টেস্ট কোড।
* #* #232331 #* #* – Bluetooth টেস্ট কোড।
* #* #232337 #* # – Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
* #* #0588 #* #* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
* #* #0283 #* #* – প্যাকেট লুপ ব্যাক।
* #* #0673 #* #* OR * #* #0289 #* #* – মেলোডি টেস্ট।
* #* #2663 #* #* – টাচ স্ক্রীন ভার্সন।
* #9900 # – সিস্টেম ডাম্প মোড।
স্যামসাং মোবাইল ব্যবহারকারীদের জন্য অনেক গুলো গুরুত্বপূর্ণ কোড, সিকিউরিটি কোড আসা করি স্যামসাং মোবাইল যারা ব্যবহার করেন তাদের অনেক কাজে
লাগবে । Samsung Secret Codes
Software version: * #9999 #
IMEI number: * #06 #
Serial number: * #0001 #
Battery status- Memory capacity : * #9998*246 #
Debug screen: * #9998*324 # – * #8999*324 #
LCD kontrast: * #9998*523 #
Vibration test: * #9998*842 # – * #8999*842 #
Alarm beeper – Ringtone test : * #9998*289 # – * #8999*289 #
Smiley: * #9125 #
Software version: * #0837 #
Display contrast: * #0523 # – * #8999*523 #
Battery info: * #0228 # or * #8999*228 #
Display storage capacity: * #8999*636 #
Display SIM card information: * #8999*778 #
Show date and alarm clock: * #8999*782 #
The display during warning: * #8999*786 #
Samsung hardware version: * #8999*837 #
Show network information: * #8999*638 #
Display received channel number and received intensity: * #8999*9266 #
* #1111 # S/W Version
* #1234 # Firmware Version
* #2222 # H/W Version
* #8999*8376263 # All Versions Together
* #8999*8378 # Test Menu
* #4777*8665 # GPSR Tool
* #8999*523 # LCD Brightness
* #8999*377 # Error LOG Menu
* #8999*327 # EEP Menu
* #8999*667 # Debug Mode
* #92782 # PhoneModel (Wap)
#*5737425 # JAVA Mode
* #2255 # Call List
* #232337 # Bluetooth MAC Adress
* #5282837 # Java Version
Type in * #0000 # on a Samsung A300 to reset the language
Master reset(unlock) #*7337 # (for the new samsungs E700 x600 but not E710)
Samsung E700 type * #2255 # to show secret call log (not tested)
Samsung A300, A800 phone unlock enter this *2767*637 #
Samsung V200, S100, S300 phone unlock : *2767*782257378 #
#*4773 # Incremental Redundancy
#*7785 # Reset wakeup & RTK timer cariables/variables
#*7200 # Tone Generator Mute
#*3888 # BLUETOOTH Test mode
#*7828 # Task screen
#* #8377466 # S/W Version & H/W Version
#*2562 # Restarts Phone
#*2565 # No Blocking? General Defense.
#*3353 # General Defense, Code Erased.
#*3837 # Phone Hangs on White screen.
#*3849 # Restarts Phone
#*7337 # Restarts Phone (Resets Wap Settings)
#*2886 # AutoAnswer ON/OFF
#*7288 # GPRS Detached/Attached
#*7287 # GPRS Attached
#*7666 # White Screen
#*7693 # Sleep Deactivate/Activate
#*2286 # Databattery
#*2527 # GPRS switching set to (Class 4, 8, 9, 10)
#*2679 # Copycat feature Activa/Deactivate
#*3940 # External looptest 9600 bps
#*4263 # Handsfree mode Activate/Deactivate
#*2558 # Time ON
#*3941 # External looptest 115200 bps
#*5176 # L1 Sleep
#*7462 # SIM Phase
#*7983 # Voltage/Freq
#*7986 # Voltage
#*8466 # Old Time
#*2255 # Call Failed
#*5376 # DELETE ALL SMS!!!!
#*6837 # Official Software Version: (0003000016000702)
#*2337 # Permanent Registration Beep
#*2474 # Charging Duration
#*2834 # Audio Path (Handsfree)
#*3270 # DCS Support Activate/Deactivate
#*3282 # Data Activate/Deactivate
#*3476 # EGSM Activate/Deactivate
#*3676 # FORMAT FLASH VOLUME!!!
#*4760 # GSM Activate/Deactivate
#*4864 # White Screen
#*7326 # Accessory
#*7683 # Sleep variable
#*3797 # Blinks 3D030300 in RED
#*7372 # Resetting the time to DPB variables
#*3273 # EGPRS multislot (Class 4, 8, 9, 10)
#*7722 # RLC bitmap compression Activate/Deactivate
#*2351 # Blinks 1347E201 in RED
#*2775 # Switch to 2 inner speaker
#*7878 # FirstStartup (0=NO, 1=YES)
#*3838 # Blinks 3D030300 in RED
#*2077 # GPRS Switch
#*2027 # GPRS Switch
#*0227 # GPRS Switch
#*0277 # GPRS Switch
#*22671 # AMR REC START
#*22672 # Stop AMR REC (File name: /a/multimedia/sounds/voice list/ENGMODE.amr)
#*22673 # Pause REC
#*22674 # Resume REC
#*22675 # AMR Playback
#*22676 # AMR Stop Play
#*22677 # Pause Play
#*22678 # Resume Play
#*77261 # PCM Rec Req
#*77262 # Stop PCM Rec
#*77263 # PCM Playback
#*77264 # PCM Stop Play
#*22679 # AMR Get Time
* #8999*364 # Watchdog ON/OFF
* #8999*427 # WATCHDOG signal route setup
*2767*3855 # = Full Reset (Caution every stored data will be deleted.)
*2767*2878 # = Custom Reset
*2767*927 # = Wap Reset
*2767*226372 # = Camera Reset (deletes photos)
*2767*688 # Reset Mobile TV
#7263867 # = RAM Dump (On or Off)
*2767*49927 # = Germany WAP Settings
*2767*44927 # = UK WAP Settings
*2767*31927 # = Netherlands WAP Settings
*2767*420927 # = Czech WAP Settings
*2767*43927 # = Austria WAP Settings
*2767*39927 # = Italy WAP Settings
*2767*33927 # = France WAP Settings
*2767*351927 # = Portugal WAP Settings
*2767*34927 # = Spain WAP Settings
*2767*46927 # = Sweden WAP Settings
*2767*380927 # = Ukraine WAP Settings
*2767*7927 # = Russia WAP Settings
*2767*30927 # = GREECE WAP Settings
*2767*73738927 # = WAP Settings Reset
*2767*49667 # = Germany MMS Settings
*2767*44667 # = UK MMS Settings
*2767*31667 # = Netherlands MMS Settings
*2767*420667 # = Czech MMS Settings
*2767*43667 # = Austria MMS Settings
*2767*39667 # = Italy MMS Settings
*2767*33667 # = France MMS Settings
*2767*351667 # = Portugal MMS Settings
*2767*34667 # = Spain MMS Settings
*2767*46667 # = Sweden MMS Settings
*2767*380667 # = Ukraine MMS Settings
*2767*7667 #. = Russia MMS Settings
*2767*30667 # = GREECE MMS Settings
* #7465625 # = Check the phone lock status
*7465625*638*Code # = Enables Network lock
#7465625*638*Code # = Disables Network lock
*7465625*782*Code # = Enables Subset lock
#7465625*782*Code # = Disables Subset lock
*7465625*77*Code # = Enables SP lock
#7465625*77*Code # = Disables SP lock
*7465625*27*Code # = Enables CP lock
#7465625*27*Code # = Disables CP lock
*7465625*746*Code # = Enables SIM lock
#7465625*746*Code # = Disables SIM lock
*7465625*228 # = Activa lock ON
#7465625*228 # = Activa lock OFF
*7465625*28638 # = Auto Network lock ON
#7465625*28638 # = Auto Network lock OFF
*7465625*28782 # = Auto subset lock ON
#7465625*28782 # = Auto subset lock OFF
*7465625*2877 # = Auto SP lock ON
#7465625*2877 # = Auto SP lock OFF
*7465625*2827 # = Auto CP lock ON
#7465625*2827 # = Auto CP lock OFF
*7465625*28746 # = Auto SIM lock ON
#7465625*28746 # = Auto SIM lock OFF
Type * #9998*627837793 # Go to the ‘my parameters’ and there you will find new menu where you can unlock phone.(not tested-for samsung C100)
To unlock a Samsung turn the phone off take the sim card and type the following code * +15853649247w # .
Java status code: #*53696 # (Samsung X600)
If you want to unlock your phone put a sim from another company then type * #9998*3323 # it will reset your phone. Push exit and then push 7, it will reset again. Put your other sim in and it will say sim lock, type in 00000000 then it should be unlocked. Type in *0141 # then the green call batton and it’s unlocked to all networks. This code may not work on the older phones and some of the newer phones. If it doesn’t work you will have to reset your phone without a sim in it by typing * #2767*2878 # or * #9998*3855 # (not tested) –
||||||||||||||||||||||||||||||||||||||||
হেলাল উদ্দিন আহমেদ
☞PDA and firmware version -* #* #1234 #* #*
☞☞ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড-* #* #0842 #* #*
☞☞প্রক্সিমিটি সেন্সর টেস্ট-* #* #0588 #* #*
নিচে গুরুত্বপূর্ণ আরো কিছু কোড
☞☞ * #06 # – IMEI নম্বর
☞☞*2767*3855 #– ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে)
☞☞* #* #4636 #* #* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য
☞☞* #* #273282*255*663282* #* #* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে
☞☞* #* #197328640 #* #* – সার্ভিস টেস্ট মোড
☞☞* #* #1111 #* #* – FTA সফটওয়্যার ভার্সন
☞☞* #* #1234 #* #* – PDA এবং firmware ভার্সন
☞☞* #* #232339 #* #* – WirelessLAN টেস্ট কোড
☞☞* #* #0842 #* #* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
☞☞* #12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
☞☞* #* #2664 #* #* – টাচস্ক্রিন টেস্ট কোড
☞☞* #9900 # – সিস্টেম ডাম্প মোড
☞☞* #9090 # – ডায়াগনস্টিক কনফিগারেশন
☞☞* #* #34971539 #* #* –ক্যামেরা ইনফরমেশন
☞☞* #872564 # – ইউএসবি লগইন কন্ট্রোল
☞☞* #301279 # – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু
☞☞* #7465625 #– ফোন লক স্ট্যাটাস
☞☞* #* #7780 #* #* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে
☞☞*2767*3855 #– ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
☞☞* #* #4636 #* #* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
☞☞* #* #273283*255*663282* #* #* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
☞☞* #* #197328640 #* #* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
☞☞* #* #7594 #* #* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে
☞☞* #* #8255 #* #* – G-Talk সার্ভিস মনিটর কোড
☞☞* #* #34971539 #* #* – ক্যামেরা ইনফরমেশন
☞☞* #* #232338 #* #* – ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস
☞☞* #* #1472365 #* #*- জিপিএস টেস্ট
☞☞* #* #1575 #* #* – আরেকটি জিপিএস টেস্ট কোড
☞☞* #* #232331 #* #* – Bluetooth টেস্ট কোড
☞☞* #* #232337 #* # – Bluetooth ডিভাইস ইনফরমেশন
☞☞* #* #0588 #* #* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট
☞☞* #* #0* #* #* – এলসিডি টেস্ট
☞☞* #* #2664 #* #* – টাচস্ক্রিন টেস্ট
☞☞* #* #2663 #* #* – টাচস্ক্রিন ভার্সন
☞☞* #* #0283 #* #* – প্যাকেট লুপ ব্যাক
☞☞* #* #0673 #* #* OR * #* #0289 #* #* –মেলোডি টেস্ট
☞☞* #* #3264 #* #* – র্যাম ভার্সন টেস্ট।
নিচে একটি ইমেজ আছে সেটি ডাউনলোড করে রেখে দিতে পারেন☞☞☞☞

আরো জেনে নিন এন্ড্রয়েড ফোনের সকল গুরুত্বপূর্ণ কোড।আপনার হাতের এন্ড্রয়েড ফোনের বিষয়ে জানতে নিচের কোড গুলি ডায়েল করুন।
☞☞Battary Phone – * #* #4636 #* #*
এন্ড্রয়েড ফোনের ব্যাটারির সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Touch screen version – * #* #2663 #* #*
আপনার এন্ড্রয়েড ফোনের ট্যাচ স্ক্রিন ভার্সন কত তা জানতে উপরের কোডটি ডায়েল করুন।
☞☞Display Test code– * #* #
ডিসপ্লে চেক করতে উপরের কোডটি ডায়েল করুন।
☞☞Ram Version – * #* #3264 #* #*
আপনার এন্ড্রয়েড ফোনের সঠিক রাম জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Wifi Mac Address – * #* #232338 #* #*
আপনার এন্ড্রয়েড ফোনের wifi mac address জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Bluetooth details – * #* #232337 #* #*
এন্ড্রয়েড ফোনের ব্লুটুথ এর সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞GPS test – * #* #1472365 #* #*
এন্ড্রয়েড ফোনের GPS টেস্ট করতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Data cabol control – * #872564 #
এন্ড্রয়েড ফোনের ডাটা কন্ট্রোল করতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Camera details – * #* #34971539 #* #*
আপনার ক্যামেরা আসলে কত মেগা ও ক্যামেরার সন ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Dump Sistem mode * #900 #
এইটাও অনেক গুরুত্বপূর্ণ কারণ এই কোড ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনের সিস্টেম মোড জানতে পারবেন।
☞☞Digonasic Confiure – * #9090 #
এন্ড্রয়েড ফোনের Digonasic Confiaure জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Hardwar/Softwar – * #12580*369 #
এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এইটা ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনের সফটওয়্যার ও হার্ডওয়ার এর ইনফো জানতে পারবেন।
☞☞Vibrate Blacklight – * #* #0842 #* #*
এন্ড্রয়েড ফোনের Vibrate Blacklight এর ইনফো দেখতে উপরের কোড ডায়েল করুন।12Touch screen code – * #* #
এন্ড্রয়েড ফোনের ট্যাচ স্ক্রিন এর কার্জপনালি দেখতে উপরের কোড ডায়েল করুন।
☞☞FTA version – * #* #1111 #* #*
এন্ড্রয়েড ফোনের FTA ভার্সন দেখতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Factory hard reset – * #* #* #*
এন্ড্রয়েড ফোনের যদি Factory hard reset করতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Battary Phone – * #* #4636 #* #*
ব্যাটারির সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Lock Status – * #7465625 #
আপনার লোক স্টেটাস দেখতে উপরের কোড ডায়েল করুন।
☞☞IMEI Code – * #06 #
এন্ড্রয়েড ফোনের IMEI কোড জানতে উপরের কোড আপনার মোবাইলে ডায়েল করুন।
☞☞.Reset Phone – *2767*3855 #
এন্ড্রয়েড ফোনের রিসেট করতে উপরের কোডটি ব্যবহার করা হয়।
☞☞Packets luphatest – * #* #0283 #* #*
এন্ড্রয়েড ফোনের Packets luphatest এর ইনফো জানতে উপরের কোড ডায়েল করুণ।

মুয়াবিয়া সাহাবী নয় , বরং সাহাবী হত্যাকারী, চরম খুনি। চলুন দেখে আসি কোরআন ও হাদীস  কি বলে?____________________________...
10/06/2024

মুয়াবিয়া সাহাবী নয় , বরং সাহাবী হত্যাকারী, চরম খুনি। চলুন দেখে আসি কোরআন ও হাদীস কি বলে?
__________________________________________
💥মুহাম্মদ ইবনে আবু বকর ও হযরত আয়েশার ভাই কে ওনাকে নির্মমভাবে কতল করল খিলাফতের উৎখাতকারী, মূলকিয়তের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া। এতেই প্রমাণিত হয় যে মুয়াবিয়া কাতিলে সাহাবী ।
👉[দলিল: তারিখে তাবারী, ৩য় খন্ড, ২য় অধ্যায়, পৃষ্ঠা নং ৩০৫]
💥হে মুয়াবিয়া তুমি হাজর কে হত্যা করতে গিয়ে আল্লাহকে একটুকুও ভয় করলা না?
👉( দেখুন আল ইস্তিয়াব ১ম খন্ড,
তাবারী ৪র্থ খন্ড)
💥বিশিষ্ট সাহাবা হাজর ইবনে আদি রাঃ কে জীবিত দাফনঃ
মুয়াবিয়ার নির্দেশে ৭০ হাজার এর অধিক মসজিদ এ যখন মওলা আলী আঃ ও তার পবিত্র বংশধর দের গালিগালাজ ও অভিসম্পত দেয়া হচ্ছিল তখন হযরত হাজর ইবনে আদি কুরআন ও হাদিস থেকে শেরে খোদা মওলা আলীর শানে বর্ণিত তা পাঠ করতে লাগলেন।
অতঃপর মুয়াবিয়ার নির্দেশে হাজর বিন আদি রাঃ ও তার সাত জন সঙ্গিকে হত্যা করা হয় অত্যন্ত নির্মম ভাবে। মুয়াবিয়ার নির্দেশে তাদের কে জীবিত মাটিতে পুতে মারা হয় যাতে কেও মুয়াবিয়ার আদেশ অমান্য করার সাহস না পান।
👉( দলিল: তাবারী ৪র্থ খন্ড, ১ম অধ্যায় পৃষ্টা নং ৯৮-১০০
ইবনুল আসীর ৩য় খন্ড,
আল বেদায়া ওয়ান নেহায়া ৮ম খন্ড,
ইবনে খালদুন ৩য় খন্ড)
•এই নির্মম হত্যা কাণ্ডের পর আবুল আওলিয়া হযরত হাসান বসরি রাঃ অভিমত প্রকাশ করেন যে, এ অহেতুক হত্যাকাণ্ডের কারনে মুয়াবিয়ার নিষ্কৃতি
নেই।
( ইবনুল আসীর ৩য় খন্ড, আল বেদায়া ৮ম খন্ড)
💥মুয়াবিয়া ও তার দল বাগী ও জালিম এবং হযরত আম্মার (রা:) এর হত্যাকারী জাহান্নামী।
👉সূত্র: বুখারী শরীফ; হাদীস নং ৪৪২, ২৭২৮। মুসলিম শরীফ, হাদীস নং ৫১৯৩। তিরমিযী শরীফ ; হাদীস নং ৩৮০০।
💥মুয়াবিয়া সাহাবী নয় বরং সাহাবীদের খুনী!
হযরত আম্মার রাদিআল্লাহু আনহুর খুনী মুয়াবিয়া
(বোখারী শরীফ পৃঃ ৬৪ টীক্যা নং ৫)
💥হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিআল্লাহু আনহুর খুনী মুয়াবিয়া
(মেশকাত
শরীফ ৬১৭ পৃঃ)
এছাড়াও হাজার হাজার সাহাবী হত্যা করেছে মুয়াবিয়া। এমনকি নবী (সাঃ) এর পাগল ওয়াস কুরুনি (রা:) এর হত্যাকারী এই মুয়াবিয়া।
=====================================
👉শুধু তাই নয়, আহলে বায়াত (আ:) এর হত্যাকারীও মুয়াবিয়া।
💥খিলাফতের উৎখাতকারী মুলুকিয়তের প্রতিষ্ঠাতা কাতিলে সাহাবি মুয়াবিয়ার নির্দেশেই আব্দুর রহমান ইবনে মলজুম নামক খারেজী মাওলা আলী (আ:) কে শহীদ করে ।
[দলিল: কাওকাব এ দুরী ফি ফাজাইলে আলী কিতাবের পৃষ্টা নং- ৫৬৭/ ৫৬৮ ]
💥আল্লামা জামাকশারী (রঃ) রবিউল আবরারে লিখেছেনঃ
সাইয়েদেনা মাওলা হাসান (আ:)-কে বিষ পান করিয়ে হত্যা করার জন্য মোয়াবিয়া জাইদাকে ১লক্ষ দিরহাম দেয়।
👉[দলিল: রবিউল আবরার, ভলিউমঃ ৪, পৃষ্ঠা নং- ২০৪]
💥ইমাম তাবারানী (রহঃ) আল মুয়াজাম আল কাবীরে লিখেনঃ
عن أبي بكر بن حفص، أن سعدا والحسن بن علي رضي الله تعالى عنهما ماتا في زمن معاوية رضي الله تعالى عنه سمه فيرون أنه
মুয়াবিয়ার আমলেই ইমামে আকবর ইমাম হাসান (আ:) শাহাদাত বরণ করেন এবং এটা নিশ্চিত যে মুয়াবিয়াই তাকে বিষ পান করায়।
👉[দলিল : আল মুয়াজাম আল কাবীর, ২য় খন্ড, হাদীস নং-২৬২৮ ]
💥মুয়াবিয়া হযরত হাসান (আ) মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছিল।
[দেখুন - তারিখে ইসলাম, মুফতী সৈয়দ মুহাম্মদ আমীমুল ইহসান মুজাদ্দেদী বারকাতী (রহ) এর লিখত, উরদু-১৪৪ পৃ, বাংলা ১৪৮ পৃ।]
💥 মুয়াবিয়া সম্পর্কে হাসান বসরি (রহ.) বলেন-
মুয়াবিয়ার পরকাল ধ্বংস হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে, সে ইয়াজিদকে তার উত্তরাধিকারী মনোনীত করে তার বায়াত গ্রহণ করে।
👉[দলিল: ইবনুল আসির ৩য় খন্ড,
আল বেদায়া ওয়ান নেহায়া ৯ম খন্ড,
আবুল ফেলা]
অর্থাৎ কারবালা ঘটানোর এবং নবী পরিবারকে নিঃশেষ করার নীল নকশা তৈরি করেছে-ই পাপিষ্ঠা মুয়াবিয়া। 👺
__________________________
🌿🌿🌿🌿🌿🌿🌿
এই সব হত্যাকারী দের সম্পর্কে আল্লাহ্ কুরআন এ বলেন-
وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِدًا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمًا
অর্থ: যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত (লানত) করেছেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন।
[সূরা নিসা : আয়াত ৯৩]
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
প্রশ্ন: এত সাহাবীকে হত্যা করেও মুয়াবিয়া সাহাবী হয়❓ যদি সাহাবী থেকেও থাকে, এত সাহাবীকে খুন করেও সে কি আর সাহাবী থাকে❓ আর খুনিদের আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করেছেন এবং লানত দিয়েছেন, তবুও আপনারা মুয়াবিয়াকে সাহাবী বলবেন❔ অর্থাৎ আপনারা কোরআন অস্বীকার করেছেন ❗একটু বিবেক দিয়ে চিন্তা করুন।

Old Memoirs
08/06/2024

Old Memoirs

31/05/2024

বর্তমান সময়ে মানুষ তার তেলবাজী আর চাটুকারিতার সমান বড় !!!

30/05/2024

‘গাযায় শুধু মানবতাই নয়, জাতিসংঘেরও মৃত্যু হয়েছে’

পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আশ্রয়স্থল আর কিছু নেই। এ ছবিটা পৃথিবীর সবচেয়ে সেরা ছবি  বলে আমি মনে করি। গতকাল ভোলা জে...
28/05/2024

পৃথিবীতে মায়ের বুকের চেয়ে
নিরাপদ আশ্রয়স্থল আর কিছু নেই। এ ছবিটা পৃথিবীর সবচেয়ে সেরা ছবি বলে আমি মনে করি।
গতকাল ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বন্যার সময়, সন্তানকে বাঁচাতে মায়ের প্রাণপণ চেষ্টা। ভাল থাকুক পৃথিবীর সকল মায়েরা।

23/04/2024

ফিলিস্তিনের চোখের পানি এমনভাবে কবুল হবে যে একেকটা ফোঁটা একেকটা কামান হয়ে ই*স*রা*ইলের ও তাদের সহযোগীদের উপর নামবে।
ইনশাআল্লাহ😌

দেশ ও প্রবাসী ভাই বোনসহ সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।ঈদ মোবারক         Badshah Alamgir Z...
10/04/2024

দেশ ও প্রবাসী ভাই বোনসহ সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক

Badshah Alamgir Zero Point Audry Events । অদ্রি ইভেন্টস Tanjim Saiara Totini HighLight

27/03/2024

দুনিয়ায় সবাই ব্যস্ত !
যোগ্যরা কাজে
আর অযোগ্যরা সমালোচনায়।

ছবিটা দেখে বোঝা যাচ্ছে ভেতরে মৃরদেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় পলিথিন দিয়ে মৃরদেহটা ঢেকে সবাই বারান্দা বা ঘরে আশ্রয়...
24/03/2024

ছবিটা দেখে বোঝা যাচ্ছে ভেতরে মৃরদেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় পলিথিন দিয়ে মৃরদেহটা ঢেকে সবাই বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে। যিনি ছবিটা তুলেছেন, তিনিও রুম থেকেই তুলেছেন। এখন তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু, আজ মরলে একটু পরেই সবাই পর, তোমার মরদেহটা ঘড়ে তোলা যাবে না, তোমার জন্য কেও বৃষ্টিতে ভিজতেও পারবে না, একটু চোখের পানি পড়বে, যা বাড়িতে পোষা কোনো প্রানী মারা গেলেও পড়ে সবার। কিন্তু একটা ব্যক্তির দামী কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্বরন করে তত বার তুমি মারা গেলেও স্মরণ করবে না।😥😥,,,,,,,
আজকে ,মরলে কালকে দুইদিন,,,,,

03/03/2024
একুশে পদক প্রদান অনুষ্ঠান-২০২৪তারিখঃ ২০ ফেব্রুয়ারি ২০২৪
03/03/2024

একুশে পদক প্রদান অনুষ্ঠান-২০২৪
তারিখঃ ২০ ফেব্রুয়ারি ২০২৪

ধন্যবাদ স্থপতিকে।এখন দেখা যাক সিটিকর্পোরেশন, ফায়ার সার্ভিসসহ আটটি প্রতিষ্ঠান কি করে?
02/03/2024

ধন্যবাদ স্থপতিকে।এখন দেখা যাক সিটিকর্পোরেশন, ফায়ার সার্ভিসসহ আটটি প্রতিষ্ঠান কি করে?

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। আগুনে ২০ ...
02/03/2024

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। আগুনে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছেন।

‘ভয়াবহ আগুনের ঘটনায় দুটি রেস্টুরেন্টের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের দোষ অবশ্যই আছে। পুলিশ ভাইয়েরা, এতে মূল হোতারা দূরে রয়ে গেলো না? রাজউক বলছে, ভবনটিতে নাকি রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না। এতগুলো মানুষ পুড়ে মারা যাবার পর এটা রাজউকের চোখে পড়ল? এটা কি বিশ্বাসযোগ্য? এই ভবন যে রেস্তোরাঁর জন্য বিখ্যাত, এটা কে না জানে? শুধু জানেন না রাজউকের কর্তারা।’

তিনি বলেন, ‘যদি এই ভবনে রেস্টুরেন্টের অনুমোদন নাই থাকবে, তাহলে সিটি করপোরেশন তাদেরকে ট্রেড লাইসেন্স দিল কীভাবে? বছর বছর নবায়ন করছে কীভাবে? সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেটরা হিরোইজম দেখানোর জন্য মিডিয়া নিয়ে গিয়ে কাচ্চির রং আসল না নকল, তা পরীক্ষা করেন। তখন কি তারা পরীক্ষা করেছিলেন, খোদ রেস্টুরেন্ট করারই অনুমোদন আছে কিনা? যখন বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হয়, তখন কি কর্তৃপক্ষ দেখেছিল ওই ভবন বা ফ্লোরে রেস্টুরেন্টের অনুমোদনপত্র আছে কি না? না দেখে থাকলে তারা কি অপরাধী নন?’

আশরাফুল আলম খোকন আরও বলেন, ‘যে ভবন মালিক ভাড়া দিল এবং নিয়মিত ভাড়া নিচ্ছেন, তিনিতো জানতেন তার ভবনে রেস্টুরেন্ট করার অনুমোদন নাই। তিনি ভাড়া দিলেন কীভাবে? এই ভবনের স্থাপত্য কলায় অগ্নিনিরোধক যাবতীয় ব্যবস্থা ছিল কিনা আমার জানা নাই। রেস্টুরেন্টের কর্মকর্তাদের সাথে সাথে এইসব দায়িত্বপ্রাপ্তদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত। হয়তো, এদের কারোই কিছুই হবে না। তাই বলা যায়, সব দোষ আগুনের। আগুন তুই লাগলি ক্যান?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ভাইয়ের ফেসবুক থেকে নেয়া।

31/01/2024

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ,

কেউ কালেমাটা পড়লে লাইক ও কমেন্ট করে যাবেন

আরেকটা ভোট হয়ে যাক..!সাকিব 😯...........ব্যারিস্টার সুমন ❤️
08/01/2024

আরেকটা ভোট হয়ে যাক..!
সাকিব 😯...........ব্যারিস্টার সুমন ❤️

Happy New Year 2024
31/12/2023

Happy New Year 2024

30/12/2023

নৌকা জিতুক আর না জিতুক
মগার হাছা কইতাছি
তুমি আমারে পাইলে জিতবা ❤️‍🔥১০০% গ্যারান্টি ❤️‍🔥
🥰🥰🥰

25/09/2023

না-রীদের খুশি করতে আইসক্রিম, ফুচকা,চকলেট,শাড়ি,ফুল কতো কিছুই না দিতে হয়। অথচ পু-রুষ দেখুন কতো সহজ সরল, মেয়ে দেখলেই সে খুশী হয়ে যায়!

08/09/2023

এক বিয়ের অনুষ্ঠানে গেলাম, জিজ্ঞেস করলাম ছেলে কি করে? উত্তর দিলো ছেলে ইটালি থাকে; আমাকে প্রশ্ন করলো, আমি কি করি? উত্তর দিলাম, আমি বাংলাদেশে থাকি।

04/09/2023

বয়ফ্রেন্ডের সরকারি চাকরি হয় না, তাই কোন এক মন্ত্রণালয়ের পিয়নকে বিয়ে।

তিনমাস পর বয়ফ্রেন্ড ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে চাকুরী

15/07/2023

ছাত্রীঃ হ্যালো স্যার শুনছেন ।📞🫠

স্যারঃ বলো ।😊😊

ছাত্রীঃ স্যার আজকে রাত ১০ টায় আমাদের বাসায় আসবেন যখন মা-বাবা ঘুমিয়ে পরবে ।🙄🙄

স্যারঃ কিন্তু রাতে কেন ?🤔🤔

ছাত্রীঃ আপনাকে একটা সারপ্রাইজ দিবো😮😮

স্যারঃ আচ্ছা আসবো । রাত ১০ টায় স্যার গেলেন🤗🤗

ছাত্রীঃ স্যার ভেতরে আসেন ।🥹🥹

স্যারঃ আসলাম ।😃😃

ছাত্রীঃ স্যার এবার দরজাটা লাগিয়ে দেন🤨🤨

স্যারঃ লাগালাম কিন্তু কেন ?🤔🤔

ছাত্রীঃ স্যার এবার জানালা দুইটা বন্ধ করেন ।🧐🧐

স্যারঃ কিছু বুঝতে পারতেছিনা , নাও বন্ধ করলাম🤔🤔

ছাত্রীঃ স্যার এবার সুইজটা OFF করেন😆😆
স্যারঃ আচ্ছা এই যে এবার বাতি OFF করলাম ।🥹🥹

ছাত্রীঃ স্যার এবার আমার নিচের দিকে তাকান ।🙄🙄

স্যারঃ তাকালাম ।🥺🥺

ছাত্রীঃ দেখছেন স্যার আমার জুতায় লাইট জ্বলে।।🤣🤣

স্যারঃ বে/হু/শ..🫡

30/06/2023

বিয়ে করলে চাঁদপুরের মেয়েদের করবো..
কারন বছরে অন্তত যে কোন ঈদ ২দিন করতে পারবো.
-কথা কি ক্লিয়ার না ভেজাল আছে!!
☄️

Address

107 Azimpur Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Audry Events । অদ্রি ইভেন্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Audry Events । অদ্রি ইভেন্টস:

Videos

Share

Category