30/05/2023
“A silent order ! “
অর্ডার নেয়া হচ্ছে না অনেকদিন! পেইজে এক্টিভ ও থাকা হয়না।অনেক কিছুর জন্যই সময় দিতে পারছিনা।তার মাঝে বড় কারণটি হলো বাচ্চা দের পড়া লেখা ও তাদের নিয়েই নানা রকম ব্যস্ততা! নিজের শখের জায়গাটি থেকে অনেক দিন ই দূরে। এর মাঝে কিছু আপুর অর্ডার নিতেও পারিনি, এজন্য সত্যি ই দুঃখিত। আমি নিজেও অসুস্থ ছিলাম বেশ কয়েক দিন।
তবে আজকে একটি অর্ডার এর ডেলিভারি দিলাম যেটি অনেকটাই সময় নিয়ে দিলাম।
অ্যাডভান্স পে করেও ধৈর্য নিয়ে আমার সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য ভাইয়া কে অনেক অনেক ধন্যবাদ!