North Goran , Khilgaon, Dhaka

North Goran , Khilgaon, Dhaka North Goran is an area of Dhaka city. South Dhaka city corporation,2no ward area people live here.

24/10/2022

উত্তর গড়ান, সিপাহীবাগ (আদর্শবাদ) এলাকায় পানির সংকট অনেক দিনের। এই সংকট থেকে উত্তরণের উপায় খোঁজা হয়েছিল আরএফএল কোম্পানির কর্তৃক প্রজেক্ট এর মাধ্যমে। যেখানে আরএফএল কোম্পানির প্রজেক্ট সাইড ইঞ্জিনিয়াররা আমাদেরকে বলেছিল, দুই থেকে তিন তালা পর্যন্ত পানি আপনি আপনি উঠে যাবে। এই মিথ্যাচার দিয়ে মানুষকে বোকা বানিয়ে তারা এই পাইপগুলো মেশিন দিয়ে উচা নিচা দিয়ে পাইপ গুলো বসিয়ে গেছে। কোন লেভেল মেন্টেন করে নি। আর এই আরএফএল কোম্পানি আমাদের পাইপলাইন এমনভাবে বসিয়ে গেছে যাতে আমরা এলাকার মধ্যে পানির সমস্যা ভোগ করতে পারি। তারা মেইন লাইন থেকে দুই থেকে তিন ফুট উঁচুতে পাইপ বসিয়ে গেছে এবং বলেছে ফোর্স বা প্রেসার দিয়ে আমাদের পানি দুই থেকে তিন তালা পর্যন্ত উঠে যাবে। যার জন্য আমরা এই বিষয়ে আর কথা বলিনি কিন্তু এই মিথ্যাচারের কারণে আমাদের এলাকায় পানির সমস্যা দীর্ঘমেয়াদি সমস্যায় পরিণত হয়েছে। আর এই সমস্যা আমরা প্রতিনিয়ত দিন যাপন করছি। তাই আমি বলতে চাই আরএফএল কোম্পানি মিথ্যাচারের কারণে আমাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এবং আরএফএল কোম্পানি ধোকা দেওয়ার কারণে তাদের ওই সময়ের অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। আমি আরো মনে করি, এই ব্যাপারে সরকারের উচিত সুষ্ঠ তদন্তের মাধ্যমে যারা দায়ী ব্যক্তি তাদের বিচার হোক এবং আদর্শভাগ এলাকাবাসীকে ক্ষতিপূরণ দেওয়া হোক।

23/10/2022

ওয়াসা কর্তৃপক্ষ এই কাজ করানের ফলে, এলাকার মধ্যে পানির প্রবাহ বাড়বে বলে উনারা মন্তব্য করেছেন। আমাদের আদর্শবাগ এলাকায় পানির সমস্যা অনেক দিন থেকে, এর জন্য দায়ী এলাকাবাসীর উদাসীনতা এবং ওয়াসা কর্তৃপক্ষের

23/10/2022

উত্তর গোড়ান আদর্শবাদ এলাকায় ওয়াসা কর্তৃ ক পানির কাজ হয়েছে। এই কাজ ওয়াসা কর্তৃপক্ষ নিজস্ব লোক দ্বারা করিয়েছে। এই কাজ হলো পানির লাইন লেভেল অনুযায়ী মাটি খুঁড়ে পাইপ নামানোর কাজ। কিন্তু পরিস্থিতির কারণে লেভেল অনুযায়ী ভাই বসানো সম্ভব হয়নি।

03/10/2022

আমাদের উত্তর গেড়ান, সিপাহীবাগ, খিলগাঁও এলাকায় গোড়ান পাকা জামে মসজিদ, সিপাহীবাগ বাজার জামে মসজিদ, বাইতুল ইবাদ জামে মসজিদ অবস্থিত।এই এলাকায় দুইটি নামকরা বাজার আছে। একটি হল সিপাহীবাগ বাজার আর অন্য টি গোড়ান বাজার।

03/10/2022

এই এলাকার রাস্তাগুলো সামান্য বৃষ্টি হলে কাদা হয়ে যায়। যার ফলে, আমাদের রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধা দেখা দেয়। আমরা যদি নিজেদের প্রয়োজনে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে এর থেকে পরিত্রাণ পেতে পারি।

03/10/2022

আমাদের উত্তর গেড়ান,সিপাহীবাগ, খিলগাঁও এলাকায় বাড়ি গুলো বেশিরভাগই ইট-পাতরে গড়া নিরেট কংক্রিট দ্বারা শুধুই বিল্ডিং আকাশে দিকে খাড়া হয়ে তাকিয়ে রয়েছে। বেশিরভাগ বিল্ডিং গুলোতে সবুজের কোন দেখা পাওয়া যায় না। এ যেন যানজট এবং কংক্রিটের বিরাম ভুমি। সবুজ এখানে উপেক্ষিত। আমরা চাই, বাড়ি গুলো সবুজে সবুজে গরে উঠুক। বাড়ির সামনে এবং ছাদে আমরা গাছ লাগাই ।এটাই হোক আমাদের এলাকার সবুজ বিপ্লব।

03/10/2022

আমাদের সিপাহীবাগ উওর গোড়ান, খিলগাঁও এলাকায় কোন খেলার মাঠ নেই,কোন পার্ক নেই এবং কোন জিম নেই। এই এলাকায় বসার কোন জায়গা নেই।

03/10/2022

আমাদের উত্তর গেড়ান, সিপাহীবাগ এলাকায় দুই পাশে কোন ফুটপাত নেই। অসহনীয় যানজট এবং অনিয়মতান্ত্রিক চলাফেরার,আমরা আজ দিশেহারা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে পিছন দিকে থেকে কেউ যেন আমাকে ধাক্কা দিল এই ভাবে প্রতিদিন আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। আমাদের এই রাস্তা ৩০ ফুট হওয়ার পরও আমাদের এই দুর্ভোগ পোহাতে হয়। এর থেকে আমাদের কে বের হয়ে আসতে হবে।

02/10/2022

আমাদের উত্তর গেড়ান, সিপাহী বাগ এলাকায়, মেইন রাস্তায় যাতায়াত করতে খুব সমস্যা হয়। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই সিপাহীবাগ মানুষের চলাফেরা অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা দিয়ে হেটে গেলে মানুষের ধাক্কা এবং রিস্কা,অটো,নাভানা, প্রাইভেট কার মাইক্রোবাস, পিকআপ , ভ্যান, ট্রাক । এই সবগুলোকে সাইড দিয়ে হাঁটতে হয়। তবে কখনো মনে হয়, কখন আমি কার দ্বারা ধাক্কা খাই। আমাদের এলাকার রাস্তায় কোন ফুটপাত নেই। আবার রাস্তা দখল করে ,ভ্যান গুলু সবজি ফল এবং অন্যান্য জিনিস বিক্রি করছে। এর ফলে রাস্তা শরু হয়ে যাচ্ছে। এইখানে টেম্পু স্ট্যান্ড হওয়ার কারণে, টেম্পু গুলো রাস্তার অনেক জায়গা খেয়ে ফেলছে। এইখানে কোন ট্রাফিক পুলিশ নেই। তাই যানজট নিরেশনে কিছু স্বেচ্ছাসেবক কাজ করতাছে। তবে এর সুফল বেশি একটা পাওয়া যায় না। কারণ মানুষজন সম্মান করে না। তাই এইখানে ট্রাফিক পুলিশ আমরা এলাকাবাসী হিসেবে দাবী জানাচ্ছি। আর এমন সিস্টেম চালু করা হোক, যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।

Address

S. H. Event Management & Home Decor
Dhaka
DHAKA-1219

Telephone

+8801918201137

Website

Alerts

Be the first to know and let us send you an email when North Goran , Khilgaon, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to North Goran , Khilgaon, Dhaka:

Share


Other Dhaka event planning services

Show All