24/10/2022
উত্তর গড়ান, সিপাহীবাগ (আদর্শবাদ) এলাকায় পানির সংকট অনেক দিনের। এই সংকট থেকে উত্তরণের উপায় খোঁজা হয়েছিল আরএফএল কোম্পানির কর্তৃক প্রজেক্ট এর মাধ্যমে। যেখানে আরএফএল কোম্পানির প্রজেক্ট সাইড ইঞ্জিনিয়াররা আমাদেরকে বলেছিল, দুই থেকে তিন তালা পর্যন্ত পানি আপনি আপনি উঠে যাবে। এই মিথ্যাচার দিয়ে মানুষকে বোকা বানিয়ে তারা এই পাইপগুলো মেশিন দিয়ে উচা নিচা দিয়ে পাইপ গুলো বসিয়ে গেছে। কোন লেভেল মেন্টেন করে নি। আর এই আরএফএল কোম্পানি আমাদের পাইপলাইন এমনভাবে বসিয়ে গেছে যাতে আমরা এলাকার মধ্যে পানির সমস্যা ভোগ করতে পারি। তারা মেইন লাইন থেকে দুই থেকে তিন ফুট উঁচুতে পাইপ বসিয়ে গেছে এবং বলেছে ফোর্স বা প্রেসার দিয়ে আমাদের পানি দুই থেকে তিন তালা পর্যন্ত উঠে যাবে। যার জন্য আমরা এই বিষয়ে আর কথা বলিনি কিন্তু এই মিথ্যাচারের কারণে আমাদের এলাকায় পানির সমস্যা দীর্ঘমেয়াদি সমস্যায় পরিণত হয়েছে। আর এই সমস্যা আমরা প্রতিনিয়ত দিন যাপন করছি। তাই আমি বলতে চাই আরএফএল কোম্পানি মিথ্যাচারের কারণে আমাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এবং আরএফএল কোম্পানি ধোকা দেওয়ার কারণে তাদের ওই সময়ের অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। আমি আরো মনে করি, এই ব্যাপারে সরকারের উচিত সুষ্ঠ তদন্তের মাধ্যমে যারা দায়ী ব্যক্তি তাদের বিচার হোক এবং আদর্শভাগ এলাকাবাসীকে ক্ষতিপূরণ দেওয়া হোক।