18/07/2024
ইন্টারনেট ছাড়া কমিউনিকেশনের জন্য পিটুপি একটা অসাধারণ মাধ্যম। NewNode আর Briar ইত্যাদি এপগুলা ব্লুটুথ, হটস্পট সহ অনেক উপায়ে কানেক্ট হতে পারে। NewNode এপটা এপলেও আছে, Briar নাই। তো এগুলা দিয়ে বিমানেও আপনি দুইজন দুই প্রান্তে থাকলে ব্লুটুথ দিয়ে কানেক্টেড থেকে চ্যাট করতে পারবেন।
ShareMe বা Google Files দিয়ে কিন্তু এপ ট্রান্সফার করা যায়। কারো মোবাইলে এইসব টুলস না থাকলে আপনি সহজেই তাকে এগুলা ট্রান্সফার করে দিতে পারেন আপনার মোবাইল থেকে ইন্টারনেট ছাড়াই।
(Share and copy, no credits needed)