13/03/2022
আমরা দুজন একে অপরকে প্রথম দেখেছিলাম ইনস্টিটিউট এর পিকনিক এ। দুজনই ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউট এর স্টুডেন্ট, আমি ২য় সেমিস্টার আর সে ৮ম। তখন আমার কাছে সে ছিল শুধুমাত্র ইনস্টিটিউটের সিনিয়র ভাই, আর কিছু না। আর তার কাছে হয়তো প্রথম থেকেই আমি জুনিয়র থেকে বেশি কিছুই ছিলাম!
ক্যাম্পাসের ভি.সি চত্বরে একদিন পড়ন্ত বিকেলে বাস এর অপেক্ষা করতে করতে তার সাথে দেখা...শুরু হলো মেসেঞ্জারে কথাবার্তা। ধীরে ধীরে কথা বাড়তে থাকলো, যদিও সেই কথা গুলো ছিলো নিতান্তই দৈনন্দিন সময়ের কথা.. বিশেষ কিছু নয়। কিন্তু কখন এতো কথা দুজন শেয়ার করতাম ভাবলে সেটার হিসেব পেতাম না।
বেশ কয়েক মাস পর সে যখন তার আমার প্রতি ভালোবাসার কথা জানালো এতোই রাগ করেছিলাম যে সে তার অভিব্যক্তিকে মজা করেছে বলে উড়িয়ে দিতে বাধ্য হয়েছিলো! রাগ করেছিলাম কারণ আমার মনে তার জন্য সেসময় সুনির্দিষ্ট কোনো ফিলিংস ছিলোনা। এরপর আবার একদিন সে তার সব ভয় এর ঊর্ধ্বে গিয়ে বললো সেদিন এর কথা টা মজা নয় সত্য ছিল। এটা শুনে কয়েকদিন দিন কথা বলিনি...কিন্তু আর পারিনি কথা না বলে থাকতে। কারণ তার তার হালকা কেয়ারিং স্বভাব টায় মুগ্ধ হয়েছিলাম। এর এক বছর পর দুই পক্ষ থেকেই শুরু হলো প্রণয়। আমাদের গল্পগুলো ঘর পাতানো শুরু করলো...তবে আমার মনে বেশি ছিল সংশয়। যদি পরিবারের কেউ রাজি না হয়! আর সে সব সময় দীর্ঘশ্বাস এর সাথে বলতো আল্লাহ ভরসা। এরপর আমিও ভরসা করেই এগোলাম।
এর পরের গল্পটা ছিল সুদীর্ঘ অপেক্ষা আর ধৈর্যের। আর এখন শুধু সেই ভরসা, ধৈর্য ও অপেক্ষা এর ফলস্বরূপ দুজন একে অপরকে পরিবারের সকলের সামনে গত ১১.০২.২০২২ এ রিং পড়ালাম। আর সবচেয়ে খুশির খবর হলো পরিবারের সকলেই প্রথম থেকেই খুশি। 😊
গল্প এখানেই শেষ নয়...আরো বিরাট মুহূর্ত গুলো বলা বাকি আছে। সেগুলো নাহয় বিয়ের দিন শোনাবো। 😊
Photographer : Pankaj dey, Riday
© ChitraKathon