23/02/2023
𝐓𝐫𝐚𝐝𝐞𝐦𝐚𝐫𝐤 & 𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐖𝐢𝐭𝐡 𝐄-𝐋𝐚𝐰𝐲𝐞𝐫𝐬
𝐓𝐫𝐚𝐝𝐞𝐦𝐚𝐫 হলো এমন একটি স্বাতন্ত্র্যসূচক নাম বা চিহ্ন বা প্রতিক যা একটি কোম্পানীর পণ্যকে অন্য যে কোন কোম্পানীর পণ্য থেকে পৃথক করে একটি স্বতন্ত্র পণ্য বা সেবা হিসাবে পরিচিতি লাভ করতে সহযোগীতা করে ।
এই চিহ্ন শুধুমাত্র কোম্পানীর পণ্যকে একটি স্বগন্ত্র্য বৈশিষ্ট্যই প্রদান করে না, এটি ত্রেুতা বা ভোক্তার আস্থা অর্জনেও ভূমিকা রাখে । ট্রেড মার্ক চিহ্নিত একটি পণ্য দেখে একজন ক্রেতা বা ভোক্তা সহজেই অনুমান করতে পারেন যে পণ্য উৎপাদনকারী কোম্পানীটির নির্দিষ্ট একটি লক্ষ্য বা প্রত্যাশা আছে এবং এটির একটি গুনগত মান আছে ।
আমাদের দেশে প্রচলিত, সুনামধন্য ব্যান্ড এর নামে প্রায়ই নকল পন্য বাজারজাত করতে দেখা যায় । ট্রেড মার্ক সেক্ষেত্রে আপনার পণ্যের ব্র্যান্ড নাম বা লোগোর নিরাপত্তা বিধান এর কাজটি করে থাকে । ধরুন কেও যদি আপনার কোম্পানীর পণ্যের ব্যান্ড বা লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করে তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন এবং আইনের সহযোগীতায় সেই নকলজাত পণ্য বাজারজাত বন্ধসহ শাস্তিমুলক ব্যবস্থা বা ক্ষতিপূরন আদায় করতে পারবেন ।
অথচ আপনি যদি আপনার ব্যান্ড নাম বা লোগোটি ট্রেড মার্ক করে রাখতেন তাহলে হয়তো এ রকম পরিস্থিতিতে আপনি আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার পন্যের ব্র্যান্ড নাম বা লোগোর উপর আপনার অধিকার অক্ষুন্ন রাখতে পারতেন ।
তাই কোন পন্যের ব্যান্ড তৈরীর আগে অবশ্যই তার উপর, আপনার কোম্পানীর অধিকার প্রতিষ্ঠার জন্য ট্রেড মার্ক করে নেয়া প্রয়োজন ।
কি কি ডকুমেন্ট লাগবে ট্রেড মার্ক করতে ?
- যে নাম বা লোগোটি রেজিষ্ট্রেশন ( ট্রেড মার্ক ) করবেন সেটার একটি কপি ।
- ট্রেড মার্ক আবেদন পত্র ।
- সরকারী ফি ।
কতদিন সময় লাগবে ট্রেড মার্ক করতে ?
- ১ থেকে ৩ দিন লাগবে ™ করতে ।
- ১২ থেকে ১৬ মাস লাগবে ® করতে ।
এটি কি প্রতি বছর রিনিউ ( হালনাগাত ) করতে হয় ?
- না এটি প্রতি বছর রিনিউ ( হালনাগাত ) করতে হয় না ।
অন্যদিকে
𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 মেধা সম্পত্তির অধিকার রক্ষার সাথে সম্পর্কিত। অন্যান্য বস্তুবাদী সম্পত্তির সাথে এটির কোন সম্পর্ক নেই স্থাবর বা অস্থাবর। গবেষণা, সাহিত্যকর্ম, নাটক, শিল্পকলা এবং চিত্রকর্ম, সঙ্গীত, অডিও-ভিডিও নির্মাণ, ফিল্ম, ফটোগ্রাফি, ভাস্কর্য, রেকর্ডিং, সফটওয়্যার, ই-মেইল, ওয়েবসাইট এবং রেডিও ও টেলিভিশনের সম্প্রচার বর্তমান সময়ে প্রধান বুদ্ধিবৃত্তিক সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) এর মতে, ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি মনের সৃষ্টিকে বোঝায়; উদ্ভাবন, সাহিত্য ও শৈল্পিক কাজ এবং বাণিজ্যে ব্যবহৃত প্রতীক, নাম, ছবি এবং নকশা।
কপিরাইট নিবন্ধন কপিরাইট আইন, 2000-এ বাধ্যতামূলক করা হয়নি। অন্যান্য দেশেও এটি বাধ্যতামূলক নয়। কিন্তু কপিরাইট নিবন্ধন একটি পূর্বশর্ত মেধা সম্পত্তির মালিকানা নিয়ে কোনো সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতে।
কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে তিন ধরনের প্রতিকার রয়েছে, যথা:
সিভিল প্রতিকার
কপিরাইটের মালিক সিভিল অ্যাকশন আনতে পারেন যেখানে আন্তন পিলার অর্ডার (সার্চ অর্ডার) নিষেধাজ্ঞা, হিসাব এবং ক্ষতির মতো ত্রাণ চাওয়া যেতে পারে। কপিরাইট লঙ্ঘন সম্পর্কিত একটি মামলা বা অন্যান্য দেওয়ানী কার্যধারা জেলা জজের আদালতে দায়ের করতে হবে, যার এখতিয়ারের মধ্যে বাদী থাকেন বা ব্যবসা করেন বা যেখানে বসবাসের স্থান বা ব্যবসার স্থান নির্বিশেষে পদক্ষেপের কারণ উদ্ভূত হয়। প্রতিবাদী
অপরাধমূলক প্রতিকার
ফৌজদারি প্রতিকারে অভিযুক্তের কারাদণ্ড বা জরিমানা বা উভয় ধার্য করার বিধান রয়েছে, লঙ্ঘনকারী অনুলিপি বাজেয়াপ্ত করা ইত্যাদি। কপিরাইট আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধি উপলব্ধ রয়েছে।
প্রশাসনিক প্রতিকার
প্রশাসনিক প্রতিকারের মধ্যে রয়েছে বাংলাদেশে লঙ্ঘনকারী অনুলিপি আমদানি নিষিদ্ধ করার জন্য কপিরাইট নিবন্ধকের কাছে যাওয়া, যখন লঙ্ঘন এই ধরনের আমদানির মাধ্যমে হয় এবং কপিরাইটের মালিকের কাছে বাজেয়াপ্ত লঙ্ঘনকারী অনুলিপি সরবরাহ করা হয়।
এছাড়াও Copyright & Trademark নিয়ে আপনার সকল জিজ্ঞাসার জন্য কল করতে পারেন এই 01616428429 নম্বরে।
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐒,
Call for Free Consultation: +𝟖𝟖𝟎 𝟗𝟔𝟑𝟖-𝟑𝟓𝟓𝟗𝟗𝟕
Call +𝟖801616-428429 (WhatsApp, or Viber)
Mail us at: [email protected]
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰:
Website: https://elawyersbd.com
Website: https://elawyersbd.blogspot.com
FB Page: https://www.facebook.com/elawyersbd
LinkedIn: https://www.linkedin.com/company/elawyersbd
📌 G-5, bti Centara Grand, 144. 144/1 Green Road, Dhaka-1215, Bangladesh.