ক্রিকেট আড্ডা

ক্রিকেট আড্ডা আড্ডা হবে ক্রিকেট নিয়ে,
চর্চা হবে ক্রিকেট জ্ঞান।

-ক্রিকেট আড্ডা 'ক্রিকেট আড্ডা' গ্রুপের অফিসিয়াল ফ্যান পেজ।
(2)

মনে আছে আজকের দিনে সেই ৩৬০ ডিগ্রি শো! 🔥
18/01/2023

মনে আছে আজকের দিনে সেই ৩৬০ ডিগ্রি শো! 🔥

সেদিন পুরো ক্রিকেট বিশ্ব দেখেছিল পিওর ৩৬০ ডিগ্রি শো! ওইদিন সেঞ্চুরি করেই থেমে যাননি এবি, এক প্রকার ওডিআই ক্রিকেট ইতিহাসের পাতাগুলো ওলট পালট করে রেখে দিয়েছিলেন।

শেষ পর্যন্ত খেলেছিলেন ৪৪ বলে ১৪৯ রানের এক মহাকাব্যিক ইনিংস। হাঁকিয়েছিলেন ৯টি চার ও ১৬টি ছক্কা, আর তার স্ট্রাইক রেট ছিল ৩৩৮.৬৩ করে, যেটা কল্পনারও বাইরে।

07/10/2022

ঘুরফিরে সেই মুখস্ত কথা... :)

23/09/2022

প্লেয়ার তৈরি হওয়ার আসল জায়গা ঘরোয়া ক্রিকেট...

একসময় বাবার জমিচাষে সাহায্য করা মেয়েটা আজ ডাক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে! ❤️শুভ কামনা মারুফার জন্য... 😇
04/09/2022

একসময় বাবার জমিচাষে সাহায্য করা মেয়েটা আজ ডাক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে! ❤️

শুভ কামনা মারুফার জন্য... 😇

একসময় বাবার জমিচাষে সাহায্য করা মেয়েটা আজ ডাক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে! ❤️

স্বপ্ন বৃথা যায়নি মারুফা আক্তারের, পরিশ্রম তাকে সফল করেছে। মারুফার জন্য শুভ কামনা, জীবন সুন্দর হোক... 😇

আজ আপনাকে স্যালুট... 🫡
01/09/2022

আজ আপনাকে স্যালুট... 🫡

লাল সবুজের পতাকা রাখিবো মুক্ত... 🇧🇩

বাংলাদেশ বিমানবাহিনীর গর্বিত সৈনিক তিনি। বাংলাদেশের আকাশ মুক্ত রাখিবার তরে যার শপথ। সেই এবাদত এবার শপথ করেছেন লাল সবুজের পতাকা মুক্ত রাখার। প্রতিবার উইকেট পেয়েই তাই সম্মান জানান নিজের পেশাকে, দেশকে, পতাকাকে। এবাদত উড়ুক.. 🫡

শুভ জন্মদিন ইয়র্কার মাস্টার... 🎂
28/08/2022

শুভ জন্মদিন ইয়র্কার মাস্টার... 🎂

বলে আলতো চুমু খেয়ে ঝাঁকড়া চুল দোলাতে দোলাতে প্রথা বিরোধী রাউন্ড আর্ম অ্যাকশনে বল ছুড়ছেন আম্পায়ারের ঠিক সামনে থেকে। কি দারুণ গতি, সাথে ভেরিয়েশন, পায়ের গোড়ালিতে ইয়র্কার! টিভি কিংবা জায়েন্ট স্কীনের সামনে উপভোগ করা কোটি ফ্যানরা নিতান্ত নির্বাক! এই কি বল, কেমন এই অ্যাকশন! এভাবেও কি বল করা যায়?

হ্যাঁ করা যায়, করে দেখিয়েছেন একজন, স্লিঙ্গা মালিঙ্গা।

মালিঙ্গা নামটা শুনলে মনের মধ্যে একটা বুনো ব্যাপার ঘটে যায়। ঝাঁকড়া বর্ণিল চুল, বাকি সব পেসারদের চেয়ে প্রায় একেবারে আলাদা অ্যাকশন, ভীষণ গতি আর শেষ পাতে ইয়র্কার। ক্যারিয়ারের শেষের দিকে গতি কমলেও ইয়র্কারের ধার কমেনি এতটুকু। ম্যাচের যে কোনো সময় নতুন-পুরোনো যে কোনো বলে টানা ইয়র্কার মারতে পারার অবিশ্বাস্য দক্ষতাটুকুই মালিঙ্গাকে আলাদা জায়গা দিয়েছে সংক্ষিপ্ত সংস্করণে কিংবদন্তি পেসারদের ইতিহাসে।

পরিসংখ্যান টানতে গেলে তো কত কি দেওয়া যায়। কিন্তু দিন শেষে কিংবা ম্যাচ শেষে মানুষ পরিসংখ্যানের হিসেব আর কতটুকু রাখে? যতটুকু মনে থাকে তা হলো পারফরম্যান্স। হয়তো ঠিক একইভাবে কোনো পেসার ডেথ ওভারে টানা কয়েকটি ইয়র্কার দিলে ধারাভাষ্যকারের কণ্ঠে ফিরবে মালিঙ্গার স্মৃতি। কেউ টানা তিন ইয়র্কার দিয়ে হ্যাটট্রিক করলে, বা বর্ণিল-বাহারী চুল ঝাঁকিয়ে বল করলে, আমাদের মত দর্শক থেকে ধারাভাষ্যকার আনমনে উত্তেজিত কণ্ঠে হয়তো বলে ফেলবে..আরে এ তো দেখি আরেক মালিঙ্গা!

কিংবদন্তিরা এভাবে বেঁচে থাকে। মালিঙ্গাও এভাবেই বাঁচবেন। শুধু লঙ্কায় নয়, পুরো বিশ্বজুড়ে। ❤️

শুভ জন্মদিন ইয়র্কার মাস্টার স্লিঙ্গা মালিঙ্গা। 🎂

শেষ চার আসরে বাংলাদেশ ছিল অন্যতম সেরা দল। আশা করি এইবারও নিজেদের সেরাটা দেবে টাইগাররা!
26/08/2022

শেষ চার আসরে বাংলাদেশ ছিল অন্যতম সেরা দল। আশা করি এইবারও নিজেদের সেরাটা দেবে টাইগাররা!

শেষ চার এশিয়া কাপের ৩ বারই ফাইনাল খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ২ বার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল বাংলাদেশ থেকে।

এখন পর্যন্ত শুধু একবার টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল, সেবার ফাইনাল খেলে বাংলাদেশ, আর সেবারই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল বাংলাদেশের সাব্বির রহমান।

21/08/2022

তাকে বুঝে উঠা সত্যিই কঠিন... ❤️

মিঃ অলরাউন্ডার সাকিব আল হাসান... 🏏

প্রতিটা কোচের অবশ্যই কিছু নিজস্ব গেম প্ল্যান থাকে, কিন্তু সেখানে বারবার ম্যানেজমেন্টের হস্তক্ষেপ আসলে ফলাফল সবসময় বিপরী...
20/08/2022

প্রতিটা কোচের অবশ্যই কিছু নিজস্ব গেম প্ল্যান থাকে, কিন্তু সেখানে বারবার ম্যানেজমেন্টের হস্তক্ষেপ আসলে ফলাফল সবসময় বিপরীতই যায়।

প্রথম আলোর রিপোর্টটা পড়ে কিছুক্ষণ তব্দা খেয়ে রইলাম। যা পড়লাম, ঠিক এই ধারাটাই যদি চলতে থাকে তবে দেশের ক্রিকেটের উন্নতি স্রেফ আকাশকুসুম কল্পনা। ভালোমানের কোনো কোচ বাংলাদেশের ব্যাপারে আগ্রহের ধারেকাছেও যান না। এবার মধ্যম তো বটেই, গড়পড়তা মানের কোচরাও এদেশে আসতে চাইবেন না। মোদ্দকথা, মুক্তমনা কেউ এসে খাঁচায় বন্দি হবার মতো ভুল করবেন না। দেশের ক্রিকেটের জন্য স্রেফ একটা অশনি সংকেত। ভীষণ ঝড়ের পূর্বাভাস!

উপর মহলের হস্তক্ষেপেই দুই বছর কাজ করে বিদায় বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান এক কোচ। বাংলাদেশে কোচিং করানো যায় না, এটাই ছিল সেই সাবেক কোচের অভিযোগ। তাঁর বিদায়ে বাংলাদেশ দলের বিশাল ক্ষতি হয়েছে বলেই মনে করেন জাতীয় দলের ক্রিকেটারদের একাংশ। বিদেশি কোচের বিদায়ে ক্রিকেটারের কেঁদে ফেলার ঘটনা খুব কমই ঘটে। সেই কোচের বিদায়ে অনেকেই নাকি অশ্রু ধরে রাখতে পারেননি!

সেই তামিম ইকবালকে সবাই মিস করবে... 😒
18/08/2022

সেই তামিম ইকবালকে সবাই মিস করবে... 😒

মনে আছে ২০১২ এশিয়া কাপে তামিম ইকবালের চার আঙুল দেখিয়ে সেই আইকনিক সেলিব্রেশন? ❤️

হ্যাঁ সেদিনই নতুন ইতিহাস লিখেছিলেন খান সাহেব। এশিয়া কাপে এক আসরে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ড! যা এখন পর্যন্ত রেকর্ড বুকে সর্বোচ্চই হয়ে আছে।

সেই তামিম ইকবালকে সবাই মিস করবে...

17/08/2022

এমন পরিশ্রম গুলোই হয়তো একদিন বদলে আমাদের টি-২০ ক্রিকেটের চেহারা...

16/08/2022

সাকিব শুধু দেখাই করেননি, নেটে বোলিং করার সুযোগ করে দিয়েছে, আর ব্যাটিং করছে স্বয়ং সাকিবই! 😇

অবশেষে... 🥱
13/08/2022

অবশেষে... 🥱

দলে আছেন সাবেক ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইঞ্জুরির জন্য দলের বাইরে লিটন দাস। এছাড়া চমক হিসেবে দলে ফিরেছে হার্ড হিটার সাব্বির রহমান!

এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল: সাকিব আল হাসান (ক্যাপ্টেন), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

আজ রাত ৮ টায় প্রকাশিত হচ্ছে আমাদের ঈদ স্পেশাল সংখ্যা!
14/07/2022

আজ রাত ৮ টায় প্রকাশিত হচ্ছে আমাদের ঈদ স্পেশাল সংখ্যা!

আর মাত্র ১ ঘণ্টা পর...

ঈদ সংখ্যা রিলিজ টাইম আজ রাত ৮ টায়। 😇

Address

Chittagong
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্রিকেট আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share