18/01/2023
মনে আছে আজকের দিনে সেই ৩৬০ ডিগ্রি শো! 🔥
সেদিন পুরো ক্রিকেট বিশ্ব দেখেছিল পিওর ৩৬০ ডিগ্রি শো! ওইদিন সেঞ্চুরি করেই থেমে যাননি এবি, এক প্রকার ওডিআই ক্রিকেট ইতিহাসের পাতাগুলো ওলট পালট করে রেখে দিয়েছিলেন।
শেষ পর্যন্ত খেলেছিলেন ৪৪ বলে ১৪৯ রানের এক মহাকাব্যিক ইনিংস। হাঁকিয়েছিলেন ৯টি চার ও ১৬টি ছক্কা, আর তার স্ট্রাইক রেট ছিল ৩৩৮.৬৩ করে, যেটা কল্পনারও বাইরে।